For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'অপমানিত বোধ হচ্ছে ', মহুয়ার বহিষ্কারে প্রতিক্রিয়া সৌগতর

08:19 PM Dec 08, 2023 IST | Subrata Roy
 অপমানিত বোধ হচ্ছে    মহুয়ার বহিষ্কারে প্রতিক্রিয়া সৌগতর
Advertisement

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে শহরে ফিরে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ প্রসঙ্গে বলেন, 'আমরা খুব দুঃখিত, আমরা খুব অপমানিত'। সংসদের পক্ষে এটা কালো দিন, জোর করে একজন মহিলা সাংসদ(MP) উঠে আসছিল তাকে বার করে দেওয়া হল। শুধু আদানির স্বার্থ রক্ষা করার জন্য।

Advertisement

যে অভিযোগ করল তাকেও প্রশ্ন করার সুযোগ দিল না। মহুয়াকে বলতে দিল না। আমরা তো সবাই, ইন্ডিয়া জোটের সবাই ওয়াক আউট করেছি। এভাবে বহিষ্কারের তীব্র নিন্দা করছি।মহুয়া মৈত্রর পক্ষে নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য ইন্ডিয়া জোটকে কতটা শক্তিশালী করবে ? এই প্রশ্নের উত্তরে সৌগত রায়(Saugata Roy) বলেন,সেটা এখনই এতটা বলা সম্ভব নয়, অধীর চৌধুরী(Adhir Chowdhury) বলেছে।

Advertisement

এই সিদ্ধান্তে রাজনৈতিকভাবে বিজেপিকে ব্যাকফুটে কি নিয়ে যাবে? সেই প্রসঙ্গে সৌগত রায় বলেন, হ্যাঁ নিশ্চয়ই।এর মূল্য দিতে হবে। কাউকে চেপে দিয়ে যদি ভাবেন চেপে দেওয়া যাবে তা হবে না। সাধারণ নির্বাচনে এর উল্টো ফল হবে। এর যোগ্য জবাব বিজেপি পাবে।

Advertisement
Tags :
Advertisement