OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শিবের মন্দিরে পুজো দিয়ে প্রচারে সায়নী

02:56 PM Mar 23, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : শনিবার শিবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নয় বছর আগে সায়নীর টুইটার অ্যাকাউন্টে একটি শিবলিঙ্গের ছবি পোস্ট করা হয়।  সেই পোস্টকে ঘিরে সেই সময় কম বিতর্ক হয়নি। এবার সেই বিতর্ককে দূরে ঠেলে শিবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সায়নী।

এদিন রাজপুর-সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন সায়নী ঘোষ। সায়নীর সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌস বেগম সহ তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা। প্রচার শুরু করার আগে এলাকায় একটি শিবমন্দিরে যান সায়নী। মন্দির থেকে বেরিয়ে সায়নী জানান, ঠাকুরের কাছে যাদবপুরের মানুষের কাছে মঙ্গলকামনা করলাম। এরপরই মোদী সরকারকে নিশানা করে সায়নী জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, সেটা দেখেই মানুষ তৃণমূলকে ভোট দেবে। এই লড়াই দিদি বনাম মোদীর লড়াই। এই রাজ্যে মোদীর গ্যারান্টি বলে কিছু নেই। শুধু দিদির গ্যারান্টি রয়েছে।‘

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের সময়ে আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ। তবে সেই সময় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হার মানতে হয় সায়নীকে। সেইসময় শিবলিঙ্গ বিতর্ক সায়নীর পিছু ছাড়েনি। এবারে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সায়নীকে। এবারেও সেই শিবলিঙ্গ বিতর্ককেই নির্বাচনী ময়দানে টানার চেষ্টা করছে বিরোধীরা। তবে যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে রেখে প্রচারে ঝড় তুলেছেন সায়নী। জানা গিয়েছে, ২০১৫ সালে সায়নীর টুইটার হ্যান্ডেল থেকে একটি গ্রাফিক্স ছবি শেয়ার করা হয়। যাতে একটি শিবলিঙ্গের ছবি দেখা যায়। আর তাতে কন্ডোম পড়াচ্ছেন এক মহিলা। মহিলাকে এইডস বিজ্ঞাপনের ম্যাসকট বুলাদির সঙ্গে তুলনা করা হয়েছিল। এরপর ২০২১ সালে রবীন্দ্র সরোবর থানায় সায়নীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ করেছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন গভর্নর তথাগত রায়। যদিও এই বিষয়ে সায়নী জানিয়েছিলেন, ২০১৫ সালে তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

Tags :
Loksabha Election 2024Politics.Sayani ghoshTmc
Next Article