OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শিন্ডে-সহ সেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

03:56 PM Oct 30, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিতে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নারভেকরকে সময়সীমা বেঁধে দিয়েছে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দিয়েছে। পাশাপাশি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ আট বিক্ষুব্ধ এনসিপি বিধায়কের সদস্যপদ খারিজ নিয়েও আগামী ৩১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে বিধানসভার অধ্যক্ষের টালবাহানা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) সুনীল প্রভু। একই রকমভাবে উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার-সহ এনসিপির ৮ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় করা নেড়েছিলেন শরদ পওয়ারের ঘনিষ্ঠ জয়ন্ত পাতিল। তাঁরা অভিযোগ করেন, ‘শীর্ষ আদালত নির্দেশ দেওয়া সত্বেও দল বিরোধী আইন লঙ্ঘনকারী বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে অকারণে টালবাহানা করছেন অধ্যক্ষ।’ এদিন মামলার শুনানিতে দুই শিবিরের বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে আরও বাড়তি সময় চেয়েছিলেন অধ্যক্ষ। যদিও তা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। খানিকটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষকে অনেকটা সময় দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিতে অকারণে বিলম্ব করে সংবিধানের দশম তফসিলকেই অবজ্ঞা করা হচ্ছে। আর বাড়তি সময় দেওয়া হবে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ শিবসেনা বিধায়কদের সদস্যপদ খারিজ নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।’

Tags :
Eknath ShindeShiv Sena MLA DisqualificationsSupreme Court of India
Next Article