For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘আদর্শ বিক্রি’ করে ভাড়া! এ কী হাল ABPTA

৩৪ বছরের রাজত্বপাট হারানো বামেরা এখন কেমন আদর্শকেও বিক্রি করে দিচ্ছে। সল্টলেকের ABPTA ভবন ভাড়া দেওয়া হচ্ছে ১১ হাজারে।
04:43 PM Feb 10, 2024 IST | Koushik Dey Sarkar
‘আদর্শ বিক্রি’ করে ভাড়া  এ কী হাল abpta
Courtesy - Google and Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গতকালই ছিল সংগঠনের ৯০তম প্রতিষ্ঠা দিবস গেল। ১৯৩৪ সালের ৯ ফেব্রুয়ারি এই সংগঠনের জন্ম হয়েছিল আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের উপস্থিতিতে। ১৯৯৪ সালের মে মাসে এই সংগঠনের নিজস্ব ভবনের উদ্বোধন করেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু(Jyoti Basu)। আর আজ সেই ভবন বিয়ে থেকে অন্নপ্রাশন, জন্মদিন থেকে শ্রাদ্ধ, আইবুড়ো ভাত থেকে সাধ, সব কিছুতেই ভাড়া দেওয়া হয়। বাড়ির ঠিকানা, ডিডি-১৮ সল্টলেক(Saltlake)। দুধসাদা প্রাসাদোপম বাড়িটি যে সংগঠনের রাজ্য দফতর তা হল সিপিএমের(CPIM) প্রাথমিক শিক্ষক সংগঠন(Primary Teachers Organization) ‘নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি’ বা ABPTA। এখন সেখানে গেলে যে কারোর চোখ পড়বে সেই বাড়ির সামনে ঝোলা ব্যানারের দিকে। তাতে লেখা, ‘স্বল্পমূল্যে ভাড়া দেওয়া হয়’। একসময় যে বাড়ি গমগম করত সদস্য-সমর্থক থেকে নানা প্রয়োজনে ছুটে আসা মানুষের ভিড়ে, আজ সেই বাড়ি মানুষ গোনে শুধুমাত্র ভাড়ার দিনগুলিতে। ‘আদর্শ বিক্রি’ করে এই ভাড়া দেওয়ার ঘটনাই বলে দিচ্ছে ৩৪ বছরের রাজত্বপাট হারানো বামেরা এখন কেমন আদর্শকেও বিক্রি করে দিচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ৩৪ বছরের রাজত্বপাটের আগের মুহুর্তেও এই সংগঠনের মাথা থেকে সদস্যরা কেউই নাকি বুঝতে পারেনি বাংলায় পালা বদল হতে চলেছে। তাই তাঁরা সংগঠনের ভবিষ্যতের কথা ভেবে সেই ভাবে অর্থের সংস্থানও রেখে যাননি। আর আজ যখন সদস্য সংখ্যা ক্রমশ নিম্নমুখী হয়ে তলানিতে ঠেকেছে, আয় তলানিতে ঠেকেছে তখন কিছুটা বাধ্য হয়েই সংগঠনের রাজ্য দফতর সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দিয়ে দিতে হচ্ছে। যদিও অর্থের অভাবের বিষয়টি স্বীকার করছেন না ABPTA’র মাথারা। তাঁদের দাবি, বাড়িটি সব সময় ব্যবহার হয় না। তাই স্বল্পমূল্যে ভাড়া দেওয়া হয়। সল্টলেকের অফিস পাড়ায় একটাও ভাল ‘হল’ নেই ছোটখাটো অনুষ্ঠানের জন্য। তাই এলাকাবাসীর অনুরোধেই এই ব্যবস্থা। তা ভাড়া কীরকম? জন্মদিন, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠানের জন্য এখন ভাড়া ১০ হাজার টাকা। এর সঙ্গে দিতে হয় ১ হাজার টাকা দিতে হয় পরিষ্কার করানোর জন্য। তবে মিটিং বা সেমিনারের জন্য ভাড়া ৫ হাজার টাকা। তবে ভাড়া যাই হোক না কেন বিতর্ক ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। ‘আদর্শ বিক্রি’র বিতর্ক।

Advertisement

Advertisement
Tags :
Advertisement