For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সপ্তাহের শুরুতেই ধস শেয়ারবাজারে, ৫২৩ সূচক কমল সেনসেক্স

04:35 PM Feb 12, 2024 IST | Sundeep
সপ্তাহের শুরুতেই ধস শেয়ারবাজারে  ৫২৩ সূচক কমল সেনসেক্স
Advertisement

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শুরুটা ভাল হল না শেয়ারবাজারের। সোমবার ফের ধস নামল শেয়ারবাজারে। একদিনে ৫২৩ সূচক কমে সেনসেক্স ঠেকেছে ৭১,০৭২ দশমিক ৪৯ পয়েন্টে। আর ১৬৬ দশমিক ৪৫ সূচক কমে নিফটি এসে দাঁড়িয়েছে ২১,৬১৬.০৫ পয়েন্টে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, মিডিয়া ও আবাসন শিল্পের শেয়ারদরে ধস নামায় পতনের মুখ দেখেছে শেয়ারবাজার।

Advertisement

গত শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭১,৫৯৫ দশমিক ৪৯ পয়েন্টে। আগের দিনের চেয়ে সামান্য বাড়তি পয়েন্ট নিয়ে এদিন শুরু হয়েছিল লেনদেন। শুরু থেকেই চড়াই-উতরাইকে সঙ্গী করে এগোতে থাকে সেনসেক্স ও নিফটি। দিনভর অস্থিরতার মধ্য দিয়েই চলে লেনদেন। দুপুরে এক সময়ে ৭০ হাজারের গণ্ডিতে নেমে যায় সেনসেক্স। যদিও পরে ধাক্কা সামলে সামান্য ঘুরে দাঁড়িয়ে ফের ৭১ হাজারের ঘরে পৌঁছয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বনিম্ন সূচক ছিল ৭১,৫৯৫.৪৯ পয়েন্ট। আর সর্বোচ্চ সূচক ছিল ৭১,৭৫৬ দশমিক ২৮ পয়েন্ট।

Advertisement

এদিন বাজারে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং সেক্টর। নিফটিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার দর গড়ে ৪ দশমিক ৪৩ শতাংশ কমেছে। মিডিয়া, তেল ও গ্যাস এবং আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদরও ছিল নিম্নমুখী। কোল ইন্ডিয়ার শেয়ারদরও নেমেছে। ফার্মা সংস্থাগুলির শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। ডক্টর রেড্ডি’জ ল্যাবের শেয়ারদর ২.৮৯ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে। স্মলক্যাপ ইনডেক্স ৩ শতাংশের মতো হ্রাস পেয়েছে।

Advertisement
Tags :
Advertisement