For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার, ১৯৫ সূচক কমল সেনসেক্স

05:29 PM Mar 05, 2024 IST | Sundeep
ফের মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার  ১৯৫ সূচক কমল সেনসেক্স
Advertisement

নিজস্ব প্রতিনিধি: টানা চার দিন বাদে থামল অশ্বমেধের ঘোড়ার দৌর। উধাও স্বস্তি। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেই মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। একদিনে সেনসেক্স পড়ল ১৯৫ সূচক। আর নিফটি কমল ৪৯ পয়েন্ট। মূলত তথ্য-প্রযুক্তি এবং এফএমসিজি সংস্থার শেয়ারমূল্য কমার কারণেই ধাক্কা খেয়েছে শেয়ারবাজার। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং অটো শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার ছিল ঊর্ধ্বমুখী।

Advertisement

সোমবার সামান্য চড়ে ৭৩,৮৭২.২৯ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে খানিকটা কম সূচক নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু করেছিল। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই হু-হু করে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক পর্যায়ে ৭৩,৪১২.২৫ পয়েন্টে নেমে যায়। তবে দুপুরের পরে সেই ধাক্কা অনেকটাই সামলে ওঠে। এক সময়ে প্রায় ৭৪ হাজারের ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ দিকে গোঁত্তা খেয়ে খানিকটা নেমে ৭৩,৬৭৭ দশমিক ১৩ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি ৪৯.৩০ সূচক কমে গিয়ে ঠেকেছে ২২,৩৬৫.৩০ সূচকে।

Advertisement

এদিন শেয়ারবাজারে বাজাজ ফিনসার্ব ও বাজাজ ফিনান্সের শেয়ারমূল্য এক ধাক্কায় চার শতাংশের মতো কমেছে। নেসলে, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস), উইপ্রো, আলটাট্রেক সিমেন্ট, এইচসিএল টেকনোলজিস, লার্সেন অ্যান্ড টুব্রো এবং হিন্দুস্থান লিভারের মতো দেশের নামী সংস্থাগুলির শেয়ারদরে ধস নেমেছে। অন্যদিকে লাভের মুখ দেখেছে ভারতী এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সান ফার্মা এবং এনটিটিসি। টাটা মোটরসের শেয়ারদর ৩.৫২ শতাংশের মতো বেড়েছে।

Advertisement
Tags :
Advertisement