OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, ভরাডুবি মুকেশ আম্বানির মালিকাধীন টিভি-১৮ নেটওয়ার্কের

03:46 PM Feb 29, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লক্ষ্মীবারেই মুখে হাসি ফিরল বিনিয়োগকারীদের। বুধবারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদরে উত্থানের কারণেই ঊর্ধ্বমুখী হয়েছে সেনসেক্স ও নিফটি। একদিনে সেনসেক্স বেড়েছে ১৯৫.৪১ সূচক। আর নিফটি বেড়েছে ৩১.৬৫ পয়েন্ট। তবে বাজারে এদিন বড়সড় লোকসানের মুখ দেখেছে মুকেশ আম্বানির মালিকানাধীন সংবাদমাধ্যম টিভি-১৮ নেটওয়ার্ক। ডিজনি হটস্টারের সঙ্গে সংযুক্তিকরণের জেরে সংস্থার শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশের মতো কমেছে।

গতকাল বুধবার একদিনেই ৭৯০ সূচক কমে সাড়ে ৭২ হাজারের নিচে নেমে গিয়েছিল সেনসেক্স। এদিন সকালে অবশ্য আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কম নিয়ে রেড জোনে থেকেই শুরু করেছিল লেনদেন। শুরুতে খানিকটা ঊর্ধ্বমুখী হলেও বেলা গড়াতেই নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। মিডিয়া ও গাড়ি শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারদর হু-হু করে নিচের দিকে নামতে শুরু করে। ফলে চিন্তায় পড়ে যান বিনিয়োগকারীরা। কিন্তু তাদের স্বস্তি দিয়ে ফের ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। এর পরে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই এগোতে থাকে বাজার। শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে ১৯৫.৪১ সূচক বাড়তি নিয়ে ৭২,৫০০.৩০ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ৩১.৬৫ সূচক বেড়ে ২১,৯৮২.৮০ পয়েন্ট নিয়ে বন্ধ হয় নিফটি। শেয়ারবাজারে এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৭৩০ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,০৯৯.৩২ পয়েন্ট।

এদিন বাজারে মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে এক শতাংশের মতো আর স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৫ শতাংশের কাছাকাছি। ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এইচসিএল টেকনোলজিস, পাওয়ার গ্রিড করপোরেশন এবং মারুতির শেয়ারমূল্য বেড়েছে। অন্যদিকে হিন্দুস্থান লিভার, ভারতী এয়ারটেল, টাটা মোটরস, আইটিসি এবং টেক মাহিন্দ্রার শেয়ারদর কমেছে। ডিজনি হটস্টারের সঙ্গে সংযুক্তিকরণের ঘোষণার পরে ধাক্কা খেয়েছে মুকেশ আম্বানির মালিকানাধীন টিভি-১৮ নেটওয়ার্কের শেয়ারমূল্য।

Tags :
BSE SENSEXNiftyShare Markettv 18 Network
Next Article