For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

অশ্বমেধের মতো ছুটে সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স

04:02 PM Jan 12, 2024 IST | Sundeep
অশ্বমেধের মতো ছুটে সর্বকালীন রেকর্ড গড়ল সেনসেক্স
Advertisement

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা কয়েকদিন ধরে ঝিমিয়ে থাকার পরে সপ্তাহের শেষ কর্মদিবসে এসে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ল শেয়ারবাজার। একদিনেই ৮৪৭ সূচক বেড়েছে সেনসেক্সের। আর নিফটি বেড়েছে ২৪৭ সূচকের বেশি। ৭২,৫৬৮.৪৫ সূচক নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স আর নিফটি বন্ধ হয়েছে ২১,৮৯৪.৫৫ সূচক নিয়ে।

Advertisement

চলতি বছরের শুরু থেকেই উত্থান-পতনের সাক্ষী থেকেছে শেয়ারবাজার। ৭২ হাজারের গণ্ডি পেরিয়েও থিতু হতে পারেনি। আর বাজারের ঝিমিয়ে পড়া দশা থেকে হতাশ হয়েছিলেন বিনিয়োগকারীরাও। গতকাল বৃহস্পতিবার ৭১,৭২১.১৮ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন চারশোর বেশি পয়েন্ট নিয়ে ৭২ হাজারের গণ্ডি ছাড়িয়েই লেনদেন শুরু হয়েছিল। শুরুর সামান্য পরে খানিকটা নিম্নমুখী হলেও সেই ধাক্কা সামলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে সেনসেক্স। মূলত তথ্য প্রযুক্তি সংস্থাগুলির তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলের কারণেই আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। এক সময়ে চড়তে চড়তে ৭২ হাজার ৭২০ সূচক অতিক্রম করে গিয়েছিল সেনসেক্স। যদিও বাজার বন্ধের খানিক আগে খানিকটা নিম্নমুখী হয়। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৭২০.৯৬ পয়েন্ট আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,৯৮২.২৯ পয়েন্ট। বাজার বন্ধের সময় আগের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবারের তুলনায় ৮৪৭.২৭ পয়েন্ট বাড়তি নিয়ে ৭২,৫৬৮.৪৫ সূচকে বন্ধ হয়। সেনসেক্সের প্রথম সারিতে থাকা ৩০ সংস্থাই সবুজ জোনে থেকে লেনদেন শেষ করেছে।

Advertisement

দালাল স্ট্রিটে এদিন দুরন্ত পারফরম্যান্স করেছে তথ্য প্রযুক্তি সংস্থা। তৃতীয় ত্রৈমাসিকে আশাপ্রদ লাভের মুখ না দেখতে পারলেও নারায়ণমূর্তির সংস্থার উপরে আস্থা রেখেছেন বিনিয়োগকারীরা। সংস্থার শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৯৩ শতাংশের বেশি। টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ার দরও ৪ শতাংশের উপরে বেড়েছে। তথ্য প্রযুক্তির পাশাপাশি আবাসন শিল্প এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও লাভের মুখ দেখেছে।

Advertisement
Tags :
Advertisement