OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বঙ্গে এবারেও অধরা থাকবে কড়া শীত, জানিয়ে দিল IMD

খারাপ খবর শুনিয়েছেন দিল্লির মৌসম ভবনের আধিকারিকেরা বা IMD’র আধিকারিকেরা। কড়া শীত এবারেও অধরা থাকছে বঙ্গবাসীর জন্য।
05:32 PM Oct 30, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরেই বাংলায়, বিশেষ করে কলকাতা(Kolkata) ও শহরতলি এলাকায় কড়া শীতের(Winter) দেখা মিলছেই না। বরঞ্চ পর পর দুইবছর শীতের পথে হাঁটা হতে দেখা গিয়েছে মেঘ ও বৃষ্টিকে। সেই মেঘ আর বৃষ্টির জন্য যেমন পশ্চিমী ঝঞ্ঝা(Western Disturbance) দায়ী ছিল তেমনি দায়ী ছিল বঙ্গোপাসাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। কখনও কখনও মধ্যভারতে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ও বাংলায় শীতের বুকে গরম বাড়িয়েছে। এবছর যখন ভোরের দিকে বা একটু বেশি রাতের দিকে শীত শীত ভাব অনুভূত হচ্ছে, তখন শীত বিলাসী বাঙালির মুখে প্রশ্ন প্রশ্ন ঘুরছিল, এবারে কবে থেকে মিলবে শীত আর সেই শীত কতটা কড়া মিলবে? সেই প্রশ্নের উত্তরেই কিন্তু খারাপ খবর শুনিয়েছেন দিল্লির মৌসম ভবনের আধিকারিকেরা বা IMD’র আধিকারিকেরা। কড়া শীত এবারেও অধরা থাকছে বঙ্গবাসীর জন্য।

কী বলছেন IMD’র আধিকারিকেরা? তাঁরা জানিয়েছেন, এবারেও বাংলায় মিলবে না কড়া শীত। নেপথ্যে এল নিনোর(El Nino) দাপট। সেই কারণেই উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ বাদ দিয়ে তাপমাত্রা গোটা শীতের মরশুমে স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। শুধু বাংলাই নয়, ভারতের অধিকাংশ অঞ্চলে সামান্যর থেকে কিছুটা বেশি তাপমাত্রা থাকবে শীতের মরশুমে। পশ্চিম ভারত, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারত ও পূর্বদিকেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। এর অন্যতম প্রধান কারণ এল নিনোর সঙ্গে রয়েছে বিষ্ণ উষ্ণায়নের মারাত্মক প্রভাব। সেই কারণেই নভেম্বরে অধিকাংশ রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। তাঁদের আরও দাবি, উত্তর ভারতের কিছু অংশ, যেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেশি, সেখানে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। মূলত শুষ্ক শীত অনুভূত হবে দেশের সর্বত্র। এর জেরে শীতের মরশুমেও দিনের বেলাতেও গলদধর্ম অবস্থা তৈরি হতে পারে।

শুধু তাই নয়, আসন্ন শীতের মরশুমে এল নিনোর জেরে ভারতের বেশ কিছু অংশে ডিসেম্বর মাসে দিন এবং রাতের তাপমাত্রা অস্বস্তিকর জায়গায় পৌঁছবে। ওই সব জায়গায় ৭৫ থেকে ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে তিনমাসের মধ্যে শীত উধাও হওয়ার। প্রশান্ত মহাসাগরের ওপর উৎপন্ন হওয়া এই এল নিনো জলবায়ুর একটি স্বাভাবিক পরিস্থিতি হলেও এর প্রভাবে দেশের তাপমাত্রা বিরাট প্রভাব পড়বে। শীত দীর্ঘস্থায়ী হলেও তাপমাত্রা খুব একটা নিম্নমুখী হবে না বলেই আশঙ্কা। বাংলাতে পাহাড়ে এবং ডুয়ার্সে কিছুটা হলেও কড়া শীত মিললেও মিলতে পারে। কিন্তু উত্তরবঙ্গের বাকি এলাকা এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে রাত ভিন্ন কড়া শীত মিলবে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কোনও কামড়ই বসাতে পারবে না বাঙালির গায়ে। সেই সঙ্গে থাকছে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনাও।  

Tags :
El NinoImdKolkataWestern Disturbancewinter
Next Article