OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বাংলার ৪ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বাদ দিয়েই EMT গঠন করে দিলেন শাহ

বাংলা থেকে নির্বাচিত বিজেপির ৪ সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে রাখাই হল না বঙ্গ বিজেপির Election Management Team-এ। সিদ্ধান্ত শাহ-নাড্ডার।
03:48 PM Dec 26, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই, লোকসভা ভোট(General Election 2024)। এই প্রেক্ষাপটে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। এদিন প্রথমে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদ্বারে যান শাহ ও নাড্ডা। সেখান থেকে বেরিয়ে হাঁটার সময় খানিক জনসংযোগও সেরে নেন দুই বিজেপি নেতা। এরপর তাঁরা যান কালীঘাটে। সেখান থেকে নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন শাহ ও নাড্ডা। বিকালে কলকাতার আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে রাতেই দিল্লি ফেরার বিমান ধরবেন দুই নেতা। কিন্তু এই সংক্ষিপ্ত সফরের মধ্যেই ২৪’র ভোটের জন্য বঙ্গ বিজেপির Election Management Team বা EMT গঠন করে দিলেন শাহ। লক্ষ্যণীয় ভাবে তাতে রাখা হয়নি বাংলা থেকে নির্বাচিত বিজেপির ৪ সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের।  

মঙ্গলবার গভীর রাতে কলকাতা এসে পৌঁছন শাহ। তাঁর সঙ্গে বাংলায় এসেছেন নাড্ডাও। নিউটাউনের একটি হোটেলে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সেখানে Election Management Team গঠন করেছেন বিজেপির দুই শীর্ষনেতা। এই কমিটিতে বঙ্গ বিজেপির ১০ নেতার পাশাপাশি রয়েছেন ৫ জন কেন্দ্রীয় প্রতিনিধিও। প্রাথমকি রণকৌশল ও রাজ্যের কোন কোন আসনগুলিতে জোর দেওয়া হবে, তা ঠিক করবে এই Election Management Team। সূত্রে খবর, রাজ্য নেতাদের মধ্যে যারা এই কমিটিতে ঠাঁই পেয়েছেন তাঁরা হলেন – বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পালের মতো নেতানেত্রীরা। জনপ্রতিনিধি না হয়েও কমিটিতে ঠাঁই পেয়েছেন রাহুল সিনহা, দীপক বর্মণের মতো রাজ্য নেতারা। এছাড়া যে ৫ জন কেন্দ্রীয় প্রতিনিধি এই কমিটিতে জায়গা পেয়েছেন তাঁরা হলেন আশা লাকড়া, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্য ও সতীশ ধন্ড।

তাৎপর্যপূর্ণভাবে এই বিশেষ টিম থেকে বাদ পড়েছেন রাজ্যের চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কমিটিতে ঠাঁই হয়নি নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুরের। চিত্র তারকা মিঠুন চক্রবর্তী, মনোজ টিগ্গা, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপি নেতাদের এই টিমে রাখা হয়নি। বেশ কয়েকদিন ধরে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলা অনুপম হাজরাকেও এই কমিটিতে রাখা হয়নি। এখন দেখার বিষয় এই কমিটি ২৪’র ভোটে বাংলা থেকে আদৌ কোনও আসন বার করতে পারে কিনা। কেননা বাংলার বুকে যে ভোটকুশলী সংস্থাকে বিজেপির তরফে নিয়োগ করা হয়েছে, তাঁরা ইতিমধ্যেই নাকি জানিয়ে দিয়েছে, বিজেপি ২৪’র ভোটে বাংলা থেকে ৫টি আসনও পাবে না। সেই অর্থে শাহ ও নাড্ডা যে Election Management Team গঠন করে দিয়ে যাচ্ছেন তা এখন কঠিন চ্যালেঞ্জের মুখে।

Tags :
Amit shahBengal BjpElection Management Team.General Election 2024J P Nadda
Next Article