For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শনি জয়ন্তীতে কী করলে ৩ রাশির জীবন থেকে শনি দশা কাটবে ! জেনে নিন উপায়

07:40 AM Jun 06, 2024 IST | Reshmi Khatun
শনি জয়ন্তীতে কী করলে ৩ রাশির জীবন থেকে শনি দশা কাটবে   জেনে নিন উপায়
courtesy google
Advertisement

নিজস্ব প্রতিনিধি : আজ ৬ জুন, অর্থাৎ আজ শনি জয়ন্তী।জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শনি। এই কারণে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিকে অত্যন্ত বিশেষ মনে করা হয়। হিন্দু ধর্মে শনিকে কর্মফলদাতা বলা হয়। আজকে ফলহারিণী পুজোও বটে। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ অমাবস্যায় শনি ও কালীর পুজো করলে সাড়েসাতি, শনির দোষ ও নানান বাধা থেকে মুক্তি পাওয়া যায়। সাড়েসাতি কথার অর্থ হল সাড়ে সাত বছরের দশা। তবে আজ শনি জয়ন্তীতে জ্যোতিষ পরামর্শ মেনে কিছু উপায় করলে ব্যক্তি সাড়েসাতি ও আড়াইয়ের কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন।

Advertisement

মকর :  এই রাশিতে শনির সাড়েসাতির শেষ পর্যায় চলছে। ২৯ মার্চ ২০২৫ শনির রাশি সাড়েসাতির প্রভাব সমাপ্ত হবে।

Advertisement

কুম্ভ : আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত এই রাশিতে শনির সাড়েসাতির প্রভাব থাকবে।

মীন : ৭ এপ্রিল ২০৩০ পর্যন্ত মীন জাতকদের নানান ভালো-মন্দ অভিজ্ঞতা হবে। এরপর এই প্রভাব কমবে।

কীভাবে মুক্তি পাবেন :  জ্যোতিষ মতে ৩ টি উপায়ে এই প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

ছায়া দান : কাঁসা বা লোহার বাটিতে সর্ষের তেল ও কয়েন রেখে তাতে নিজের ছায়া দেখুন। তার পর সেই বাটি শনি মন্দিরে রেখে আসতে হবে। এতে সাড়েসাতির প্রভাব দূর হতে পারে।

বজরংবলী :  বিশ্বাস করা হয় এই তিথিতে শনির পাশাপাশি বজরংবলীর পুজো করলে। শনি দশার প্রভাব কম করা যায়।

শনি মন্ত্র জপ :  শনি জয়ন্তীর দিনে শনি মন্ত্র জপ করলে শনি দশা থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement
Tags :
Advertisement