OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আবারও প্রকাশ্যে প্রকট শুভেন্দু-সুকান্ত বিরোধ

চূড়ান্ত ঠান্ডা যুদ্ধ চলছে বঙ্গ বিজেপিতে। বাইরে দেখানো হচ্ছে, All is Well, কিন্তু ভিতরে তাকালেই দেখা যাচ্ছে, All is not Well।
12:29 PM Dec 19, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কে বড়? কার পদের ওজন কত? দলে কার প্রভাব বেশি? কার হাতে দলের লোক বেশি? কার্যত এই সব প্রশ্নের ইগোতেই এখন চূড়ান্ত ঠান্ডা যুদ্ধ চলছে বঙ্গ বিজেপিতে(Bengal BJP)। বাইরে দেখানো হচ্ছে, All is Well, কিন্তু ভিতরে তাকালেই দেখা যাচ্ছে, All is not Well। আর তাই মাঝেমধ্যেই ভিতরের কদর্য লড়াই চলে আসছে প্রকাশ্যে। রাজ্যের রাজপথে। এই যেমন এখন সামনে এসেছে সুকান্ত শুভেন্দুর লড়াই। আগামিকাল অর্থাৎ বুধবার দিল্লিতে নয়া সংসদ ভবনে বেলা ১১টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ঠিক সেই সময় কলকাতার বুকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বিধানসভা ভবন থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে রাজভবনে গিয়ে রাজ‌্যপালকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছেন। কিন্তু সেই কর্মসূচীতেই যে বঙ্গ বিজেপির যে সায় নেই সেটা আবার প্রকাশ্যেই জানিয়ে দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)।

কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠক করবেন মুখ‌্যমন্ত্রী। সেই বৈঠকে যোগ দিতে রবিবারই মমতার সঙ্গে দিল্লি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ও। আগামিকাল মুখ‌্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক করবেন তখন কলকাতায় পাল্টা কর্মসূচির ছক কষেছে বিজেপি পরিষদীয় দল। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একক উদ্যোগেই এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর তাতেই সায় দিচ্ছেন না সুকান্ত। দলের বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার ওই একক কর্মসূচিতে সায় নেই তাঁর। সুকান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিধায়কদের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ‌্য বিজেপি কোনও পদক্ষেপ নিচ্ছে না এ বিষয়ে। মুখ‌্যমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে এটা দিল্লির বিষয়। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন।’ আর তাতেই বঙ্গের পদ্ম শিবিরে আভ‌্যন্তরীন গোষ্ঠী কোন্দলই ফের সামনে এসে গেল। যদিও সিংহভাগ বিজেপি বিধায়কদের কাছে পুরোও কর্মসূচির বিষয়টি গোপন রাখা হয়েছে। সেখানেও সন্দেহ।  

এর আগেও বঙ্গ বিজেপির সঙ্গে বিজেপি পরিষদীয় দলের দূরত্ব সামনে এসেছে। বিজেপির একাংশের অভিযোগ, পরিষদীয় দল রাজ‌্য পার্টির নেতৃত্বের সঙ্গে সেভাবে সমন্বয় রেখে চলে না। বিরোধী দলনেতা পরিষদীয় দলকে নিয়ে সমান্তরালভাবে আরেকটি বিজেপি চালান। আবার একাধিক বিধায়ক পাল্টা অভিযোগ করে আসছেন, জেলা বিজেপি নেতারা তাঁদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখে না। কর্মসূচির খবর সেভাবে দেওয়া হয় না। এই পরিস্থিতি সামলাতে পার্টির সঙ্গে পরিষদীয় দলের সমন্বয় যাতে ঠিক থাকে সেজন‌্য কেন্দ্রীয় নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়েছে। কিন্তু তারপরেও দলের অন্দরে সুকান্ত ও শুভেন্দুর ঠান্ডা লড়াই ও দূরত্ব আরেকবার সামনে এসে পড়ল। দলে শুভেন্দু বিরোধীদের অভিমত, রাজ্যের দাবিদাওয়া নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ‌্যমন্ত্রী দেখা করবেন, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে পাল্টা রাজনীতি করা উচিত নয়। রাজ্য বকেয়া নিয়ে মুখ‌্যমন্ত্রী যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, এটা নিয়ে যদি পাল্টা প্রচার করা হয় বিজেপির তরফে তাহলে সেটা দলের পক্ষে খারাপ বার্তা যাবে। তাছাড়া শুভেন্দু সব জায়গায় খালি আমি আমি করে যায়। কোথাও দলকে তুলে ধরে না। উনি এমন একটা ভান করছেন যা দেখে মনে হচ্ছে উনি ছাড়া আর কেউ তৃণমূলের সঙ্গে লড়াই করছেন না। উনি একাই যেন বিজেপি।  

Tags :
Bengal BjpMamata BanerjeeNarendra modiSukanta MajumdarSuvendu Adhikari
Next Article