OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল

01:30 PM Nov 27, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: জল্পনাই সত্যি হলো। আগামী বছর আইপিএলে গুজরাত টাইটান্সের সেনাপতির দায়িত্ব সামলাবেন ভারতীয় দলের তরুণ ওপেনার শুভমন গিল। সোমবার এ কথা জানিয়েছেন গুজরাত টাইটান্সের ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি। অধিনায়কের দায়িত্ব পাওয়ার খবরে নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি গিল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘গুজরাতের মতো দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। একটা চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়।’

গতকাল রবিবার পর্যন্ত হার্দিক পাণ্ড্য গুজরাত টাইটান্সে থাকবেন কিনা, তা নিয়ে টানটান নাটক চলছিল। গুজরাত টাইটান্সের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ হয়েছিল, তাতে হার্দিকের নাম ছিল। কিন্তু রাতেই জানা যায়, গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে মোটা টাকার চুক্তি করেছেন তিনি। আর হার্দিকের এই ডিগবাজিতে খানিকটা থতমত খেয়ে যান গুজরাত টাইটান্সের কর্তারা। জল্পনা শুরু হয়, হার্দিকের পরিবর্তে দলের সেনাপতির দায়িত্ব সঁপে দেওয়া হবে ভারতীয় দলের তরুণ ব্যাটার শুভমন গিলের হাতে। এদিন সকালে সেই জল্পনাই সত্যি হলো।

২০২২ সালে গুজরাতের চ্যাম্পিয়ন হওয়া ও ২০২৩ সালে রানার্স হওয়ার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন গিল। ফলে তাঁর উপরেই আস্থা রেখেছেন দলের কর্তারা। গুজরাত টাইটান্সের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত দু’বছরে আরও পরিণত হয়েছে শুভমন। দলের নতুন অধিনায়ক হিসাবে তাঁকে পেয়ে আমরা গর্বিত। আশা করছি, সামনের মরসুমে খুব ভাল খেলবে।’

Tags :
Gujarat TitansIPL2024Shubman Gill
Next Article