OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

লোকসভা ভোটে হরিয়ানায় প্রার্থী গায়ক রাহুল যাদব, কোন দলের হয়ে লড়বেন?

এদিন অজয় সিং চৌতালার দল জেজেপির প্রকাশিত ৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ফাজিলপুরিয়া নামে বিখ্যাত রাহুল যাদব। তাঁকে গুরুগ্রাম থেকে প্রার্থী করা হয়েছে। ভারতীয় সংগীত মহলের অন্যতম বিখ্যাত হরিয়ানাভি গায়ক হলেন রাহুল যাদব।
06:59 PM Apr 16, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: এবারের লোকসভা নির্বাচনের প্রতিটি দলের মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। কারণ এবার একাধিক রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় সিংহভাগ দখলে রয়েছে তারকাদের। একেবারে ভিড়ে ভিড়। যেমন তৃণমূল, তেমনি বিজেপি। সব দলেই তারকাদের মেলা। পিছিয়ে নেই দেশের অন্যান্য সংখ্যালঘু দলগুলিও। সেখানেও ঢুকছে তারকাদের নাম। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ৭ দফায় চলবে চব্বিশের ভোটপর্ব। তবে এবার খুব ভেবেচিন্তে এবং ধাপে ধাপে প্রার্থী তালিকা সেট করেছে বিজেপি।

শেষ মুহূর্তে মঙ্গলবার সকালে ১২ তম তালিকায় ৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। আর বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই হরিয়ানার জননায়ক জনতা পার্টি লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাঁদের প্রথম তালিকা পেশ করেছে। এতে হরিয়ানার মোট ৫ টি আসনে প্রার্থীর নাম উল্লখিত রয়েছে। BJP-র সঙ্গে জোট ভাঙার পর দলটি হরিয়ানার ১০ টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছিল। যার মধ্যে আজ প্রকাশিত হল ৫ টি প্রার্থীর নাম। আর তালিকা প্রকাশ করেই চমক। কারণ এদিন অজয় সিং চৌতালার দল জেজেপির প্রকাশিত ৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ফাজিলপুরিয়া নামে বিখ্যাত রাহুল যাদব। তাঁকে গুরুগ্রাম থেকে প্রার্থী করা হয়েছে। ভারতীয় সংগীত মহলের অন্যতম বিখ্যাত হরিয়ানাভি গায়ক হলেন রাহুল যাদব।

রেপিং স্টাইলে গেয়ে ইতিমধ্যেই লাখ লাখ ভক্তসংখ্যা অর্জন করে ফেলেছেন রাহুল যাদব। তাই ভোটযুদ্ধে তাঁকে দলে আনা নিঃসন্দেহে জেজেপির একটি বড় পাওনা। শুধু হরিয়ানাভি নয়, বলিউডের কাপুর এন্ড সন্স-ছবির বিখ্যাত গান 'লড়কি বিউটিফুল কর গেঈ চুল', রাহুল যাদবেরই গাওয়া। গানটির মাধ্যমেই বলিউডে দারুণ জনপ্রিয়তা পেয়ে ছিলেন ফাজিলপুরিয়া। যাই হোক, রাহুল যাদব ছাড়াও, জেজেপি সিরসা, হই আর, ভিওযানি, মহেন্দ্রগড় এবং ফরিদাবাদ থেকে প্রার্থীর নাম ঘোষণা করেছে। হিসার এখন হরিয়ানার অন্যতম উষ্ণ লোকসভা আসন। এখানে চৌতালা পরিবারের তিন সদস্য বিভিন্ন দল থেকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।হরিয়ানার ১০ টি আসনের জন্য একক ধাপে ভোট হবে ষষ্ঠ পর্বে (২৫ মে) আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কর্নাল, সোনিপাত, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরুগ্রাম ও ফরিদাবাদে ভোট হবে।

Tags :
rahul yadav
Next Article