For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'মিস ওয়ার্ল্ড ২০২৪'-এর শীর্ষ ২০-তে নাম তুললেন 'মিস ইন্ডিয়া' সিনি শেট্টি

কারণ এই পোশাকটি বানিয়ে তিনি সেরা ডিজাইনার হয়েছেন। ডিজাইনার জুটি রোহিত গান্ধী এবং রাহুল খান্নার তৈরি এই পোশাকে এখন আলোচনায় রয়েছে।
05:58 PM Mar 03, 2024 IST | Sushmitaa
 মিস ওয়ার্ল্ড ২০২৪  এর শীর্ষ ২০ তে নাম তুললেন  মিস ইন্ডিয়া  সিনি শেট্টি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন 'মিস ইন্ডিয়া ২০২২' সিনি শেট্টি। স্বাভাবিকভাবেই গোটা দেশের এখন পাখির চোখ 'মিস ওয়ার্ল্ড'-এর বিজয়ী হিসেবে ভারতের নাম। যদিও এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ভারতেই অনুষ্ঠিত হচ্ছে। সিনি এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে শীর্ষ ২০ এবং শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছে। বড় মুহুর্তের জন্য, সিনির পোশাক রীতিমতো তাক লাগাচ্ছে।

Advertisement

সম্প্রতি তিনি সেজেছিলেন সম্পূর্ণ-কালো বডি টাইট পোশাকে। পোশাকটিতে তাঁর কোমরের চারপাশে স্ট্র্যাপি হাতা এবং একটি রূপালী ফিতে দেওয়া ছিল। সিনি তাঁর বিশাল কোঁকড়া চুল খুলে রেখেছিলেন। এদিন ক্রিস্টাল কালো গাউনে তিনি নজর কেড়েছেন সবার। ন্যুড মেকআপে তিনি নজর কেড়েছেন সবার। সিনির পোশাকটি এশিয়া ও ওশেনিয়া থেকে সেরা ডিজাইনার তৈরি করেছিলেন। তিনি সিনির সমস্ত ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।কারণ এই পোশাকটি বানিয়ে তিনি সেরা ডিজাইনার হয়েছেন। ডিজাইনার জুটি রোহিত গান্ধী এবং রাহুল খান্নার তৈরি এই পোশাক এখন আলোচনায় রয়েছে।

Advertisement

ঝিলমিল গাউনটিতে একটি নিমজ্জিত ভি-নেকলাইন সহ একটি সামগ্রিক অলঙ্করণ ছিল। পোশাকটি পিছনে একটি সিল্ক শিফন উইং ছিল। সিনি তার মাঝামাঝি বিভাজিত বিশাল কোঁকড়ানো চুল খোলা রেখে তার চেহারার সাজ পরিপূর্ণ করেন। ছবিগুলি সিনি নিজেও শেয়ার করে লিখেছেন, "ICYMI: সেই মুহুর্তের ছবি যখন ভারতকে এশিয়া ও ওশেনিয়া থেকে সেরা ডিজাইনার পোশাকের বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছিল।" ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে, সিনি শেট্টি জয়ন্তী রেড্ডির তৈরি লাল বেনারসি শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন। যেটি ছিল ছয় গজ গোল্ড টোনে এমব্রয়ডারি করা। সাজটি তিনি পূর্ণ করেছিলেন ঐতিহ্যবাহী সোনার অলংকারে।

Advertisement
Tags :
Advertisement