For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

জুলাইতেই ছাদনাতলায় সোহিনী-শোভন, ফাঁস তাঁদের বিয়ের দিনক্ষণ

জুলাই মাসের ১৮ তারিখে সাদামাটাভাবেই বিয়ে সারবেন বলে খবর। বর্তমানে অভিনেত্রী ‘অথৈ জল’-এর প্রচারে ব্যস্ত।
01:36 PM Jun 06, 2024 IST | Susmita
জুলাইতেই ছাদনাতলায় সোহিনী শোভন  ফাঁস তাঁদের বিয়ের দিনক্ষণ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই চলছে বহু জল্পনা। তাঁরা প্রেম করছেন, বিয়ে করবেন শীঘ্রই। যদিও টলিউডে এমন ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই সেলিব্রিটিদের নানা খবর সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। এরপরেই শুরু হয় গসিপ। এখন নেটিজেনদের চর্চায় রয়েছেন, অভিনেত্রী সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেম। দুজনেই নিজেদের অতীত ভুলে সম্পর্কে সম্পর্কে জড়িয়েছেন। রণজয় বিষ্ণুর সঙ্গে বহুদিন আগেই সম্পর্ক ছেদ করেছেন সোহিনী, অন্যদিকে শোভনও স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্ক শেষ করেছেন।

Advertisement

এখন অতীত ভুলে সোহিনীর প্রেমে ডুব দিয়েছেন শোভন, এটাই গুঞ্জন। কিন্তু নিজেরা কখনই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন নি। অবশ্য তাঁরা তাঁদের বিশেষ মুহূর্ত কাটানোর ছবি প্রায়শই সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখান থেকেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা। এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন সোহিনী এবং শোভন। ফাঁস হল তাঁদের বিয়ের দিনক্ষণ। তবে গুঞ্জন রটলেও, বিয়ে নিয়ে এখনও মুখ খোলেন নি শোভন ও সোহিনী। কিন্তু রটনাকে সত্যি করে, জুলাই মাসেই নাকি বিয়ে করতে চলেছেন সোহিনী ও শোভন। জুলাই মাসের ১৮ তারিখে সাদামাটাভাবেই বিয়ে সারবেন বলে খবর। বর্তমানে অভিনেত্রী ‘অথৈ জল’-এর প্রচারে ব্যস্ত। ছবি রিলিজের একমাস পরেই বিয়ের পিঁড়িতে সোহিনী, এই প্রশ্নের উত্তরে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী লাজুক হেসে জানিয়েছিলেন, “বিয়েটা হলে হবে, আর কী! তবে বিয়ে হলে সেটার প্রিমিয়ার হবে না।”

Advertisement

অর্থাৎ বিয়ের গুঞ্জনটা পুরোপুরি উড়িয়ে দেননি। এদিকে আরও শোনা যাচ্ছে যে, অভিনেত্রীর বিয়ের রূপটান শিল্পী, শপিং, ফটোগ্রাফার সবটাই চূড়ান্ত হয়ে গিয়েছে। ‘অথৈ’ ছবির প্রচারের ফাঁকেই নাকি অল্প অল্প করে বিয়ের জন্যে প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ছবির মুক্তির পরেই বিয়ের জোর প্রস্তুতি শুরু করবেন তাঁরা। তবে এই নিয়ে টলিপাড়ায় শোরগোল পড়লেও, স্পিকটি নট সোহিনী ও শোভন। এই মূহুর্তে সোশাল মিডিয়াতেও শোভন ও সোহিনীর নানা পোস্ট ভাইরাল হচ্ছে। তাই এখন ভক্তরা শোভন ও সোহিনীকে বিয়ের ফ্রেমে দেখার অপেক্ষায় বসে রয়েছেন।

Advertisement
Tags :
Advertisement