For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দুন এক্সপ্রেসে দুষ্কৃতী হামলা, মাথা ফাটল যাত্রীদের

11:23 AM Jun 25, 2024 IST | Srijita Mallick
দুন এক্সপ্রেসে দুষ্কৃতী হামলা  মাথা ফাটল যাত্রীদের
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ ফের রেলে যাত্রী সুরক্ষা বিষয় নিয়ে উঠল প্রশ্ন। এবার দুন এক্সপ্রেসে ঘটল দুষ্কৃতী হামলা। চলন্ত ট্রেনের মধ্যেই চলে তাণ্ডব। জানা গিয়েছে, দুষ্কৃতিরা যাত্রীদের মারধর করেছে। শুধু তাই নয় ট্রেনের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে। আর তাতে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা।

Advertisement

এই ঘটনাটি ঘটেছে হৃষীকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে। অভিযোগ উঠেছে, ট্রেনের সংরক্ষিত কামরাতে বসা নিয়ে শুরু হয় বিবাদ। এরপর চলে হাতাহাতি। দুন এক্সপ্রেসের যাত্রীরা জানিয়েছেন, এস ৯ কামরায় সোমবার গভীর রাতে ট্রেন যখন বিহারের ওপর দিয়ে যাচ্ছিল সেইসময় বেশ কয়েকজন দুষ্কৃতি সংরক্ষিত কামরার মধ্যে উঠে পড়ে। এরপর তাঁরা সংরক্ষিত আসনে বসার চেষ্টা করেন। যাত্রীরা বাধা দিতেই শুরু হয় বচসা।   আর তাতেই শুরু হয় হাতাহাতি । এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী মাথা ফাটে  আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে অবশ্য রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। তবে কারা আচমকাই ট্রেনের মধ্যে উঠে হামলা চালাল তা এখন জানা যায়নি।

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে এক যাত্রী প্রশ্ন তুলেছেন,’ কীসে করে যাতায়াত করব বলুন তো? আমারও  চোট লেগেছে, বাচ্চার চোট লাগে। কেউ সুরক্ষিত নয়।‘ অন্য এক যাত্রী জানান,’দুষ্কৃতিরা আমাদের ক্রমাগত হুমকি দিতে থাকে। বলা হয়, পরের স্টেশন এলে দেখে নেওয়া হবে। তাদের কারও হাতে ছুরি, কারও হাতে লাঠি।‘ এই ঘটনার পর আহত যাত্রীরা হাওড়ায় নেমে জিআরপিতে অভিযোগ দায়ের করেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনার পরই দুন এক্সপ্রেসে হল দুস্কতি হামলা। আর তাতে যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।  

Advertisement
Tags :
Advertisement