OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কেউ দেশে, কেউ বিদেশে, ঢালিউড তারকারা কোথায় কোথায় ঈদ পালন করছেন?

দীর্ঘ একমাস রোজা পালনের পর দেশে সব শ্রেণি-পেশার মানুষ ঈদে মেতে উঠবেন। কেউ প্রিয়জনদের সঙ্গে, কেউ কর্মব্যস্ততার মধ্য দিয়ে ঈদ কাটাবেন। বিশেষ এ দিনটিকে ঘিরে সবারই আলাদা পরিকল্পনা থাকে।
07:07 PM Apr 11, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আজ বৃহস্পতিবার, মুসলমানদের বৃহৎ উৎসব। বাংলাদেশে জমিয়ে চলছে ঈদ উৎসব পালন। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই উৎসবে মেতে উঠেছেন। কেউ দেশেই পরিবারের সঙ্গে ঈদ যাপন করছেন। আবার কেউ দেশের বাইরে চলে গিয়ে ঈদ পালন করছেন। কারণ ঈদুল ফিতর উদযাপন করতে বুধবারেই তুরস্কে সপরিবারে চলে গিয়েছেন অভিনেতা-প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল ও বর্ষা। বুধবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিজেই বিষয়টি নিশ্চিত করে দর্শকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। সেখানে অভিনেতা পুত্র দের সঙ্গে নামাজ পাঠ করেছেন। অভিনেতা তাঁর ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'এখানকার মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। বাংলাদেশের চেয়ে আমাদের ঈদ একদিন আগেই হয়ে গেল। ইনশাআল্লাহ কালকে (বৃহস্পতিবার) আমাদের দেশে ঈদ উদযাপিত হবে। এজন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

দীর্ঘ একমাস রোজা পালনের পর দেশে সব শ্রেণি-পেশার মানুষ ঈদে মেতে উঠবেন। কেউ প্রিয়জনদের সঙ্গে, কেউ কর্মব্যস্ততার মধ্য দিয়ে ঈদ কাটাবেন। বিশেষ এ দিনটিকে ঘিরে সবারই আলাদা পরিকল্পনা থাকে। তবে শাকিব খানের কি পরিকল্পনা? এদিন ঢালিউডের সুপারস্টার শাকিব খান তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন। পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে 'রাজকুমার'। আপনাদের ভালোবাসা ও দোয়া সঙ্গে এগিয়ে যাবো বহুদূর। ঈদ মোবারক।(ফেসবুক অপরিবর্তিত)।’

এদিকে আজ সকাল সকাল নিজের নির্বাচনী এলাকাতেই ঈদের নামাজ পড়লেন অভিনেতা ফেরদৌস। সঙ্গে নিজের একটি ছবি দিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও প্রতিবছরই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান বিদ্যা সিনহা মিম। এবার ঈদে পরিবারের সঙ্গে সিঙ্গাপুর গেছেন অভিনেত্রী। সেখানেই ছুটি কাটাচ্ছেন। আর নিজের মজার ব্যাপার ছবিগুলি পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেন নি।

Tags :
SHAKIB KHAN
Next Article