For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ফিরল ৩৩ বছর আগের স্মৃতি, বাবার মতোই গোল উদযাপন স্প্যানিশ তারকার

08:15 PM Jul 06, 2024 IST | Mainak Das
ফিরল ৩৩ বছর আগের স্মৃতি  বাবার মতোই গোল উদযাপন স্প্যানিশ তারকার
Advertisement

নিজস্ব প্রতিনিধি : ফিরে এল ৩৩ বছর আগের স্মৃতি। ১৯৯১ সালে স্টুটগার্ট স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাবের হয়ে গোল করেছিলেন মিগুয়েল মেরিনো। আর গতকাল শুক্রবার (৫ জুলাই) ইউরো কাপের শেষ চারে ওঠার লড়াইয়ে জার্মানির বিরুদ্ধে ম্যাচে সেই স্টেডিয়ামেই একইরকমভাবে গোল করলেন তাঁর ছেলে মিকেল মেরিনো। আর ওই গোলে যেমন শেষ চারে উঠেছে স্পেন, তেমনই স্বপ্নভঙ্গ হয়েছে জার্মানির।

Advertisement

স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মান বনাম স্পেনের রুদ্ধশ্বাস ম্যাচ নির্ধারিত সময়ে অমীমাংসিতভাবেই শেষ হয়েছিল। ফলে অতিরিক্ত সময়ে গড়িয়েছিল ম্যাচ।নিকো উইলিয়ামসের বদলি হিসাবে খেলতে নেমেছিলেন মিকেল মেরিনো। তখন ম্যাচের বয়স ১১৮ মিনিট। বাঁ প্রান্ত থেকে ড্যানি ওলমোর দুরন্ত ক্রসে মাথা লাগিয়ে জার্মানির জাল কাঁপিয়ে দিলেন মেরিনো। ওই গোলেই শেষ চারে ওঠার স্বপ্নপূরণ হল স্প্যানিশদের। জার্মানির জালে বল জড়িয়েই আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে চলে যান মেরিনো। কর্নার ফ্ল্যাগের চারপাশে ঘুরে গোল উদযাপন করেন তিনি। ঠিক একইভাবেই গোল উদযাপন করেছিলেন মিকেল মেরিনোর বাবা মিগুয়েল মেরিনো। তিনিও একটা সময়ে স্প্যানিশ লা লিগার একটি ক্লাব ওসাসুনার হয়ে খেলতেন। ১৯৯১ সালে ওসাসুনার হয়ে খেলে একটি ম্যাচে কর্নার ফ্ল্যাগের চারপাশে ঘুরেই গোল উদযাপন করেছিলেন তিনি। 

Advertisement

কাকতালীয় হলেও সত্যি, ১৯৯১ সালে যেদিন মিগুয়েল মেরিনো গোল করেছিলেন, সেদিন স্প্যানিশ টিভির হয়ে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন আলেক্সান্দ্রা জনসন। মিকেল মেরিনো যেদিন গোল করেছিলেন, সেদিনও ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন সেই জনসনই।

Advertisement
Tags :
Advertisement