OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘কথা দিন, জীবন দিতে তৈরি আমরা’, জনতাকে বার্তা মমতার

11:59 AM Mar 07, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: ব্রিগেডের আগেই চলে এল ব্রিগেড নিয়ে বাংলার অগ্নিকন্যার বার্তা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুধবার রাতে সেই বার্তা পৌঁছে গিয়েছে বাংলার(Bengal) হাজার হাজার মানুষের কাছে। আসন্ন লোকসভা নির্বাচনে(General Election 2024) বাংলার বুকে যে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও দেবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল(TMC) সুপ্রিমো। একই সঙ্গে তিনি রাজ্যের মানুষকে আগামী রবিবার ব্রিগেডে আসার আহ্বান জানিয়েছেন মুক্ত কন্ঠে। এর আগে কোনওদিন তৃণমূলের কোনও কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য বাংলার আমজনতাকে এভাবে আহ্বান করতে দেখা যায়নি মমতাকে। কার্যত সেই সূত্রেই তিনি বুঝিয়ে দিয়েছেন ২৪’র ভোটের প্রাক্কালে ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলা তৃণমূলের ‘জনগর্জন সভা’ কার্যত গেরুয়া শিবিরকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি শক্তি প্রদর্শনের জায়গাও হয়ে উঠতে চলেছে। বিশেষ করে বিজেপির মদতে ব্রিগেড হয়ে যাওয়া ‘গীতাপাঠ’ সভা যখন চূড়ান্ত ফ্লপ সভায় পরিণত হয়েছে।

নিজ বার্তায় কী বলেছেন মমতা? বাংলার মুখ্যমন্ত্রী তথা অগ্নিকন্যা NRC, CAA, আধার-কার্ড বাতিল করার চক্রান্তের বিরুদ্ধে সরব হওয়ার জন্য বাংলার মানুষকে এই সমাবেশ আসতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, ‘যাঁরা বাংলায় রয়েছেন, তাঁরা দল বেঁধে ব্রিগেডে আসুন। এনআরসির বিরুদ্ধে, আধার কার্ড বাতিল করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখার চক্রান্তের বিরুদ্ধে আসুন ব্রিগেডে। কথা দিন, জীবন দিতে তৈরি আমরা। কিন্তু এনআরসি করতে দেবো না। বাংলা ভাগ হতে দেবো না। একজোট হয়ে শপথ নিই, আমরা হারব না। এক ইঞ্চি জমিও বিনা লড়াইতে ছাড়ব না। আমরা লড়ব এবং আমরা জয়ী হব। বাংলায় বিকৃত সংস্কৃতি তৈরির চেষ্টা হচ্ছে। অপসংস্কৃতির নাম করে বাংলাকে ভাগ করার চেষ্টা হচ্ছে। এই অপসংস্কৃতির বিরুদ্ধে আসুন, গর্জন ব্রিগেড করি। যে গর্জনের মধ্যে দিয়ে দিল্লির কানে আওয়াজ পৌঁছবে। এই চক্রান্তের বিরুদ্ধে আসুন, একদিনের জন্য সবাই সমবেত হই।’

আগামী রবিবারের ব্রিগেডে তৃণমূলের সভার জন্য আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই রাজ্যের দূরবর্তী অঞ্চল থেকে মানুষ কলকাতামুখী হতে শুরু করবে। ব্রিগেড সমাবেশের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে প্রচার-সভা চলছে, সেখানে তৃণমূলের নেতা-নেত্রীদের কী বলতে হবে—তা নিয়ে নির্দিষ্ট টকিং পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে পাঠানো হয়েছে। সেখানে কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশি মমতার নেতৃত্বাধীন জনপ্রিয় প্রকল্পগুলি নিয়েও বিশদে বলার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি সাংসদদের বাংলা-বিরোধী কাজকর্ম নিয়েও প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিগেডের সমাবেশে রেকর্ড ভিড় করতে তৃণমূলের তরফে যাবতীয় প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। কলকাতা ও বিধাননগরে একাধিক স্টেডিয়াম, পার্কে দূরবর্তী জেলার মানুষের রাত্রিবাসের বন্দোবস্ত করা হয়েছে। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামেও তৃণমূলের কর্মী-সমর্থকদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে।

Tags :
bengalCAAGeneral Election 2024Mamata BanerjeeNRCTmc
Next Article