For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পৌষমেলা উপলক্ষে স্পেশাল ট্রেন রেলের

04:15 PM Dec 23, 2023 IST | Mainak Das
পৌষমেলা উপলক্ষে স্পেশাল ট্রেন রেলের
Advertisement

নিজস্ব প্রতিনিধি : ফের শান্তিনিকেতনে হতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা। পৌষমেলা উপলক্ষে ২৫ থেকে ২৭ ডিসেম্বর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই স্পেশাল ট্রেন যাতায়াত করবে।

Advertisement

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান হয়ে রামপুরহাট পর্যন্ত চলবে এই ট্রেন। সকাল ৭টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। রামপুরহাটে পৌঁছোবে সকাল ১১টায। রামপুরহাট থেকে আবার ট্রেনটি যাত্রা শুরু করবে বিকেল তিনটেতে। হাওড়ায় পৌঁছোবে সন্ধ্যা সাতটায়। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত এই যাত্রাপথে যে সব স্টেশনে ট্রেন দাঁড়াবে, সেগুলি হল ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, প্রান্তিক, আহমেদপুর ও সাঁইথিয়া।

Advertisement

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পৌষমেলায় যারা আসবেন, তাদের জন্য এই ট্রেন খুবই কাজে দেবে। জেনারেল সেকেন্ড ক্লাসে ভ্রমণ করা যাবে এই ট্রেনে। পর্যটকদের কথা মাথায় রেখেই এই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ২২ ডিসে্ম্বর থেকে শুরু হয়েছে শান্তিনিকেতনে পৌষমেলা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পূর্বস্থলীর মাঠেই হচ্ছে মেলা। এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে হোটেল, গেস্ট হাউসের ভাড়া বেড়েছে। মেলার কদিন এক ঝটকায় তিন গুন ভাড়া বেড়ে গিয়েছে। তিন বছর পর পূর্বস্থলীর মাঠে মেলা হওয়ায় স্বস্তিতে স্থানীয় ব্যবসায়ীরা।

Advertisement
Tags :
Advertisement