For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সন্দেশখালিতে সাতসকালেই হাজির রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ৪সদস্য

02:35 PM Feb 17, 2024 IST | Subrata Roy
সন্দেশখালিতে সাতসকালেই হাজির রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ৪সদস্য
Advertisement

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে শনিবার সাত সকালেই হাজির পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। মূলত দলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। সন্দেশখালি কাণ্ডে তদন্তের জন্য তারা শনিবার কাহারপারা,লস্কর পাড়া,দাসপাড়া অঞ্চলে যান এবং সেখানকার নির্যাতিতা মহিলাদের শিশু সন্তানরা কি পরিস্থিতিতে বসবাস করছেন সেগুলি খতিয়ে দেখেন। মূলত গত এক মাস যাবৎ যে রাজনৈতিক অস্থিরতা ও হিংসা,ভাঙচুর,মারধর, অগ্নিসংযোগ এমনকি ৫ বছরের শিশুকে ছুড়ে ফেলার মত বিভীষিকাময় ঘটনা ঘটেছে তার অভিযোগের পরিপ্রক্ষিতে শিশুমনে কি কোনো কু-প্রভাব বিস্তার করেছে বা তাদের কি ধরনের রিহ্যাবিলিটশন প্রয়োজন সেটাই খতিয়ে দেখতে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই ৪ জনের প্রতিনিধি দল সন্দেশখালি(Sandeshkhali) পৌঁছায়।

Advertisement

যদিও সেখানে ৭ টি গ্রাম পঞ্চায়েতের ১৯ টি গ্রামে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি রয়েছে।তার মধ্যেই আগামী কাল ১৮ ফেব্রুয়ারী রবিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের(Chandrima Bhattacharya) নেতৃত্বে ৬ জনের একটি প্রতিনিধি দলের সন্দেশখালি যাবার কথা। তবে তারা ১৪৪ ধারা জারি করা এলাকায় যাবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর রবিবার সরবেরিয়ায় অথবা ধামাখালিতে(Dhasmakhali) একটি দলীয় সভা করার কথা রয়েছে।সেখানে দাঁড়িয়ে সন্দেশখালি কাণ্ডের পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর কি ধরনের চক্রান্ত করছে তার ব্যাখ্যা করবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা।

Advertisement

সেখানকার সাধারণ মানুষের মধ্যে আশা ও ভরসা যোগাবেন তারা। তবে গোটা প্রক্রিয়াটাই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই।এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, ৩ মার্চ সন্দেশখালিতে জনসভা করতে চলেছে শাসক দল। সন্দেশখালিতে এক লক্ষ মানুষের জনসমাবেশ করতে চায় তৃণমূল কংগ্রেস। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তাই জন সভা করতে কোন বাধা নেই। এই জনসভার জায়গা ঠিক করতে রবিবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) ও পার্থ ভৌমিকরা।

Advertisement
Tags :
Advertisement