OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আগামীকাল থেকে ৫৯ লক্ষ শ্রমিকদের টাকা দেবে রাজ্য: ঘোষণা অভিষেকের

মহেশতলা পুরসভার বুক থেকে বিজেপি ও কেন্দ্র সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  
05:03 PM Feb 25, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Twiiter and Facebook

নিজস্ব প্রতিনিধি: উপলক্ষ্য ছিল তাঁর সংসদীয় কেন্দ্রের ৩টি পুরসভা এলাকায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ৪০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা প্রকল্পের(40 MG Water Distribution Project) উদ্বোধনী অনুষ্ঠান। ৩২৮ কোটি টাকা খরচ করে গড়ে ওঠা এই জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চকেই তিনি বেছে নিলেন কেন্দ্রের বিরুদ্ধে গর্জন করে ওঠার জন্য। সাফ জানালেন, ‘ভোটে হেরে বাংলার(Bengal) বকেয়া আটকে রেখেছে বিজেপি(BJP)। শ্রমিকদের কাজ করিয়ে টাকা দিচ্ছে না। আমি কিন্তু কথা দিয়ে কথা রেখেছিল। ৩২৮ কোটি টাকা খরচ করে জল প্রকল্পের উদ্বোধন করছি। কেন্দ্র সরকার কিন্তু বাংলার টাকা আটকে রেখেছে।’ রবি বিকালে কলকাতা লাগোয়া মহেশতলা(Maheshtala) পুরসভার বুক থেকে এই ভাবেই বিজেপি ও কেন্দ্র সরকারকে তোপ দাগলেন তিনি মানে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।  

এদিন অভিষেক জানিয়েছেন, ‘আমরা কথা দিলে সে কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন, সেই কথা তিনি রাখেন। তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সেই কথা রাখা হয়। আমিও কথা দিয়ে কথা রাখি। কিন্তু বিজেপি কী কথা রাখে? কেন্দ্রের সরকার কী কথা রাখে? ১০০ দিনের কাজের টাকা গায়ের জোরে আটকে রেখেছে। আগামী দিনে দেশের মানুষ সেই গাজোয়ারি বন্ধ করে দেবেন। আগামী কাল থেকে জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেবে রাজ্য। ৫৯ লক্ষ শ্রমিকদের টাকা দেওয়া হবে। তার প্রসেসও শুরু হ্যে গিয়েছে। ১ মার্চের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন।’ উল্লেখ্য বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার দাবিতেই আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে ‘জনগর্জন সভা’র ডাক দিয়েছে তৃণমূল। তার আগেই এদিন মহেশতলার সভা থেকেই সেই ব্রিগেড প্রস্তুতির সুর বেঁধে দিলেন অভিষেক। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে মোদি সরকার, এমনটাই অভিযোগ রাজ্যের শাসকদলের। তাই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Tags :
40 MG Water Distribution ProjectAbhishek BanerjeebengalBJPMaheshtala
Next Article