OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শেয়ারবাজারে ফের ধস, বড় সড় ধাক্কা খেল পতঞ্জলি-ভোডাফোন

04:41 PM Feb 28, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। বুধবার ফের বড়সড় ধসের মুখে পড়ল শেয়ারবাজার। একদিনেই ৭৯০ সূচক খুঁইয়েছে সেনসেক্স। ফের ৭৩ হাজারের গণ্ডি থেকে সাড়ে ৭২ হাজারের গণ্ডির নিচে নেমেছে। আর ২৪৭ দশমিক ২০ সূচক কমে ২২ হাজারের নিচে এসে দাঁড়িয়েছে নিফটি। ভোডাফোন আইডিয়া, পেটিএম, বাবা রামদেবের পতঞ্জলি ফুডস সহ একাধিক সংস্থা।

গত সোমবার সপ্তাহের শুরুতেই পতনের মুখ দেখেছিল শেযারবাজার। সেই ধাক্কা সামলে মঙ্গলবার ঘুরে দাঁড়িয়ে ৭৩ হাজারের গণ্ডিতে পৌঁছেছিল। কিন্তু ২৪ ঘন্টার বেশি সেই স্বস্তি থাকল না। এদিন সকালে আগের দিনের চেয়ে সামান্য খানিকটা বাড়তি পয়েন্ট নিয়ে ৭৩,১৬২.৮২ পয়েন্ট নিয়ে শুরু হয়েছিল লেনদেন। কিন্তু ঘন্টাখানেক এগোতে না এগোতেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। তার পরে খানিকটা ঊর্ধ্বমুখী হলেও পতন এড়াতে পারেনি। দুপুর তিনটের পরে গোঁত্তা খেয়ে সাড়ে ৭২ হাজারের নিচে নেমে যায়। এদিন শেয়ারবাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭৩,২২৩.১১ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,২২২.২৯ পয়েন্ট। স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সও ২ শতাংশের মতো কমেছে।  

এদিন শেয়ারবাজারে নিফটির ব্যাঙ্কিং সেক্টর গড়ে ২ শতাংশের মতো হ্রাস পেয়েছে। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্কের শেয়ারমূল্য তিন শতাংশের মতো কমেছে। ভোডাফোন আইডিয়ার শেয়ারমূল্য কমেছে ১৩ শতাংশের মতো। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে পড়েছিল বাবা রামদেবের পতঞ্জলি ফুডস। এদিন শেয়ারবাজারে তার প্রভাব লক্ষ্য করা গিয়েছে। সংস্থার শেয়ারমূল্য এক ধাক্কায় অনেকটাই কমেছে। সঙ্কটের মুখে থাকা পেটিএমের শেয়ারমূল্যও কমেছে।

Tags :
BSE SENSEXStock market crash
Next Article