OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বিমানবন্দরের রানওয়েতে কুকুর, অবতরণ না করেই ফিরে গেল বিমান

01:31 PM Nov 14, 2023 IST | Srijita Mallick
courtesy : google

নিজস্ব প্রতিনিধিঃ বিমানবন্দরের রানওয়েতে কুকুর দেখতে পেয়ে অবতারণ না করেই  ফিরে যেতে হল । ঘটনাটি ঘটেছে গোয়ার বিমানবন্দরে। সোমবার বিকেলে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে রানওয়েতে একটি কুকুর দেখতে পেয়ে ভিস্তারার একটি বিমান অবতরণ না করেই বেঙ্গালুরুতে ফিরে যায়। গোয়া বিমানবন্দরের ডিরেক্টর এসভিটি ধনমজয় রাও জানিয়েছে,’ডাবলিম বিমানবন্দরের রানওয়েতে একটি কুকুর দেখতে পাওয়ায় পাইলটকে কিছু সময়ের পর অবতারণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই পাইলট অবতরণ না করে বেঙ্গালুরুতে ফিরে যায়।‘

সূত্রের খবর, সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিকেল ৩টা ৫ মিনিটে ফিরে আসে ভিস্তারার ফ্লাইট ইউকে ৮৮১। তবে বিকেল ৪টা ৫৫ মিনিটে বেঙ্গালুরু থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গোয়ায় পৌঁছায় বিমানটি। এই ঘটনা নিয়ে গোয়া বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন,’ মাঝে মাঝে রানওয়েতে কুকুরের প্রবেশের ঘটনা ঘটে। তবে গ্রাউন্ড স্টাফরা অবিলম্বে  জায়গাটি পরিষ্কার করে দেয়। কিন্তু গত দেড় বছরের এটাই প্রথম যে কুকুরের প্রবেশের জন্য  ডাবোলিম বিমানবন্দরে বিমান অবতারণ  না করে ফিরে যেতে হয়।

প্রসঙ্গত, গোয়ার ডাবোলিম বিমানবন্দরটি নৌবাহিনীর আইএনএস হানসা ঘাঁটির অংশ। সেখানে এই ধরণের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কি করে বিমানবন্দরের রানওয়ের মধ্যে ধুকে পড়ল কুকুর ? সেই সময় গ্রাউন্ড স্টাফরা কি করছিল?  তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।  তবে এই ঘটনার জেরে বিমানে থাকা যাত্রীদের বেশ কিছুটা সময় নষ্ট হয়।

Tags :
bengaluruDabolim AirportDog EntersFlight To ReturnGoa Airport
Next Article