OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মমতার হাত ধরে বাংলায় চালু Student Internship Scheme

মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা Student Internship Scheme'র মাধ্যমে হাতেকলমে সরকারি নানা দফতর ও কার্যালয়ে কাজ শিখতে পারবেন বাংলার পড়ুয়ারা।
05:25 PM Jan 08, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Twitter

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে তরুণ প্রজন্মকে বেশ কয়েক কদম এগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ সোমবার সকালে গঙ্গাসাগরের দিকে পা বাড়ানোর আগে মুখ্যমন্ত্রী কলকাতার আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামে গিয়েছিলেন Students Week’র সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকেই এদিন তিনি চালু করে দিলেন রাজ্যের নতুন প্রকল্প Student Internship Scheme। এই প্রকল্পের মাধ্যমে হাতেকলমে সরকারি নানা দফতর ও কার্যালয়ে কাজ শিখতে পারবেন বাংলার পড়ুয়ারা। এই প্রকল্পের অন্তর্ভুক্ত Intern-রা বেতনের পরিবর্তে পাবেন প্রতি মাসে ১০ হাজার টাকা করে Stipend। স্নাতক স্তর, পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলেই Student Internship Scheme’র জন্য আবেদন জানানো যাবে। সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে সরকারি দফতর ছাড়াও বিডিও অফিস, পঞ্চায়েত সমিতির অফিস, পুসভা বা পুরনিগমের অফিস, জেলা পরিষদ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতেকলমে শেখা যাবে।  

এদিনের অনুষ্ঠান থেকে Student Internship Scheme প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবেন। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে এই Internship দেওয়া হবে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা। দক্ষতার সঙ্গে কাজ করতে পারলে সরকার তাঁদের আরও দীর্ঘ মেয়াদ ধরে কাজ করার সুযোগ দিতে পারে। আমি চাই যৌবন অবস্থা থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ নিতে শিখুক তরুণ প্রজন্ম।’ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানান, তাঁর সরকারের আমলে এখনও পর্যন্ত ৯ লাখের বেশি পড়ুয়া ট্যাব পেয়েছে। ১ কোটি ১৫ লক্ষ পড়ুয়া সবুজসাথী সাইকেল পেয়েছে। ৮৬ লক্ষেরও বেশি মেয়ে কন্যাশ্রী পাচ্ছে। রাজ্যে বাংলার পাশাপাশি সাওতালি, উর্দু ও রাজবংশী ভাষাতেও পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, বামেরা স্কুল থেকে ইংরেজি তুলে দিয়ে যে ভুল করেছিল তা শুধরে এই সরকারের আমলে বহু ইংরেজি মাধ্যম স্কুল চালু করা হয়েছে।

Tags :
bengalInternMamata BanerjeeStipendStudent Internship SchemeStudents Week
Next Article