OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নাম না করেই শুভেন্দুকে বিঁধলেন সুকান্ত, বিবাদ ভুলতে বললেন শিশিরপুত্র

নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে আক্রমণ শানলেন বঙ্গ বিজেপির সভাপতি। প্রকট হয়ে গেল বঙ্গ বিজেপিতে দুই শিবিরের দ্বন্দ্ব।
11:45 AM Dec 28, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শাহি সফর শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই প্রকট হয়ে গেল বঙ্গ বিজেপিতে(Bengal BJP) দুই শিবিরের দ্বন্দ্ব। কার্যত শাহি সফরের কোনও টোটকাই কাজ করল না ২৪’র ভোটের(General Election 2024) আগে বঙ্গ বিজেপির দুই শিবিরের বিরোধ মেটানোর ক্ষেত্রে। প্রতি মুহুর্তে সগর্জনে চলেছে একে অপরের প্রতি বাণ নিক্ষেপের পালা। বুধ সন্ধ্যায় যেমন নাম না করেই রাজ্যের বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে আক্রমণ শানলেন বঙ্গ বিজেপির সভাপতি। আবার সেই সময় বর্তমান সভাপতির ধারেকাছেও দেখা যায়নি দুই প্রাক্তন রাজ্য সভাপতির। এটাই নাকি সংঘবদ্ধ বিজেপি। এই দলই নাকি ২৪’র ভোটে বাংলা থেকে ৩৫টি আসন জিতে বার করবে। বাস্তব তো সম্পূর্ণ অন্য কথা বলছে। খোদ দলের রাজ্য সভাপতিই কিনা জানিয়ে দিচ্ছেন, ‘কেউ ওপরে উঠতে গেলে তাঁকে পা-টেনে নীচে নামানোর চেষ্টা হয়।’

সূত্রের খবর বুধ সন্ধ্যায় বঙ্গ বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) কার্যত নাম না করেই বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari)। আক্ষেপের সুরেই বলেছেন, ‘বঙ্গ-বিজেপিতে বড় সমস্যা হল, কেউ ওপরে উঠতে গেলে তাঁকে পা-টেনে নীচে নামানোর চেষ্টা হয়।’ তাঁর মতে, বাংলায় বিজেপিকে আরও শক্তিশালী করতে হলে এই অভ্যাসের দ্রুত বদল করতে হবে। দলের মধ্যে এই দড়ি টানাটানি প্রসঙ্গে অবশ্য কারও নাম করেননি সুকান্ত। তবে তাঁকে এখনও ‘পা-টেনে’ নীচে নামানোর চেষ্টা দলে অব্যাহত বলে সুকান্ত ঘনিষ্ঠদের অভিযোগ এবং তাঁদের এটাও দাবি, শুভেন্দুকে খোঁচা দিয়েই এই কথা বলেছেন সুকান্ত। কেননা তাঁরা খবর পেয়েছেন, এবারের শাহি সফরে বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে তুলে ধরার বার্তা দেওয়া হয়েছিল শাহ-নাড্ডাদের কাছে। রীতিমত সেই দায়িত্ব রাজ্যের বিরোধী দলনেতার হাতে তুলে দেওয়ার আর্জিও নাকি জানানো হয়েছিল। যদিও সেই আর্জি খারিজ হয়েছে।

সুকান্ত অনুগামীদের দাবি, বালুরঘাটের সাংসদকে দলের রাজ্য সভাপতির চেয়ারে বসানোর পরে অনেকেই ভুরু কুঁচকেছিলেন। প্রকাশ্যেই নতুন রাজ্য সভাপতির রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলেরই অনেকে। সেই সব বক্তব্যকে হাতিয়ার করেই তৃণমূল এখনও সুকান্তকে ‘শিক্ষানবিশ সভাপতি’ বলে কটাক্ষ করে। শুধু তাই নয়, বাংলার একাধিক বিজেপি সাংসদও সুকান্তর বিরুদ্ধে নানা সময়ে দিল্লিতে নালিশ ঠুকেছেন। বিজেপির জেলাস্তরে কিছু নেতাও সুকান্তর বিরুদ্ধে দিল্লিতে কলকাঠি নাড়ছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি।

রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, ‘দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। এখনও যদি দলের একাংশ সুকান্তর বিরুদ্ধে চক্রান্ত করতেই ব্যস্ত থাকে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কখন? তাই সুকান্ত এদিন কেন্দ্রীয় নেতাদের সামনে তাঁদের প্রকারান্তরে সতর্ক করে দিয়েছেন।’ যদিও শুভেন্দু জানিয়েছেন, ‘হাতে সময় খুব কম। সব কিছু দূরে ঠেলে এখন লোকসভা ভোটের প্রচারে সবার রাস্তায় নেমে পড়া উচিত। ভোট চলে এসেছে। এখন আর ঘরে বসে মিটিং করার সময় নেই। সবাইকে পথে নামতে হবে। মানুষের কাছ যেতে হবে।’

Tags :
Bengal BjpGeneral Election 2024Sukanta MajumdarSuvendu Adhikari
Next Article