OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তীব্র তাপপ্রবাহ, সোমবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি!

09:03 PM Apr 17, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে। এমত পরিস্থিতিতে রাজ্যে সরকারি স্কুল গুলির গরমের ছুটি সোমবার থেকে শুরু করার বিষয় আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির পক্ষ থেকে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Education Minister Bratya Basu) কাছে আবেদন জানানো হয়েছে এই অস্বস্তিকর পরিবেশে গরমের ছুটি এগিয়ে আনা হোক। এই আবেদন জানিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে ই-মেইল পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে।

আগে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছিল চলতি বছরে ২'রা মে থেকে গরমের ছুটি শুরু হবে। কিন্তু সম্প্রতি বনগাঁ মাঝেরহাট লোকাল এ গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা ।তাকে সহযাত্রীরা বামনগাছি স্টেশনে নামিয়ে দিলে সেখানেই তিনি মারা যান। দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত রাঘবপুরের(Raghabpur) পূর্বপাড়ার বাসিন্দা শেখ শাকিলা বিবি অটোতে বসে সানস্ট্রকে(Sun Stroke) আক্রান্ত হয়ে মারা যান। আবার পুরুলিয়ার বাসস্ট্যান্ডের কাছে অসুস্থ হয়ে মৃত্যু হয় অলোক চন্দ্র কর্মকার নামে এক ৫২ বছরের ব্যক্তির। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এইসব মৃত্যুর খবর ই-মেইলের মাধ্যমে তুলে ধরা হয় শিক্ষামন্ত্রীর কাছে। আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ কঠিন দিকে এগোচ্ছে বুঝতে পেরে শিক্ষা দফতর আগামী সোমবার থেকে গরমের ছুটির বিজ্ঞপ্তি জারি করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। বুধবার ছিল রামনবমীর ছুটি। মুখ্যমন্ত্রী (CM)নির্বাচনী জনসভা করতে জেলা সফরে রয়েছেন।

তাই বৃহস্পতিবার স্কুল ও শিক্ষা দপ্তর খোলার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে এখনো রাজ্যের বেশ কয়েকটি স্কুলে প্রথম মূল্যায়নের পরীক্ষা চলছে। আবার অনেক স্কুলে ইতিমধ্যে প্রথম মূল্যায়নের পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। এমত পরিস্থিতিতে যদি আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয় সেক্ষেত্রে যেসব স্কুলে পরীক্ষা চলছে তাদের যে বিষয়গুলি পরীক্ষা নেওয়া বাকি থাকবে, সেগুলি গরমের ছুটির পর নেওয়া যায় কিনা সে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা দফতর। এদিকে সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারি স্কুলগুলি পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় সব জেলাতেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ থেকে ৪৭ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে।

Tags :
Heat Weave In South BengalSummer Vacation Of State School May Be Start From Coming Monday
Next Article