OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রুজিরাকে নিয়ে সুপ্রিম ধাক্কা ED’র, প্রত্যাহার SLP

রুজিরাকে ঘিরে কলকাতা হাইকোর্টের এক নির্দেশকে চ্যালেঞ্জ করে SLP দাখিল করেছিল ED। কিন্তু সুপ্রিম কোর্ট সে আবেদন প্রত্যাখান করে।
02:27 PM Mar 07, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিজেপির(BJP) বিরুদ্ধে কলকাতার রাজপথে মিছিল করছেন, সেদিনই সুপ্রিম কোর্টে মুখ পুড়ল কেন্দ্রের এজেন্সিরাজের। আরও বলা ভাল Enforcement Directorate বা ED’র। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের(Rujira Banerjee) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে Special Leave Petition বা SLP দাখিল করেছিল ED। রুজিরাকে ঘিরে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) এক নির্দেশকে চ্যালেঞ্জ করেই সেই SLP দাখিল করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট(Supreme Court) সেই মামলায় কোনও রকম হস্তক্ষেপই করতে রাজি হল না। আর তার জেরেই ধাক্কায় বেহাল ED বাধ্য হল দেশের শীর্ষ আদালত থেকে রুজিরার বিরুদ্ধে দাখিল করা সেই SLP প্রত্যাহার করে নিতে। কার্যত এই ঘটনা বলে দিচ্ছে, বাংলার মাটিতে ভোটে জিততে না পেরে মোদি বাহিনীর একমাত্র অস্ত্র হয়ে উঠেছে এই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। যেনতেন প্রকারণে বিরোধীদের জব্দ করতে তা ব্যবহার করে চলেছে বিজেপি।

অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গোপনীয়তা রক্ষা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিন সুপ্রিম কোর্টে Special Leave Petition বা SLP দাখিল করেছিল ED। গত বছরের ১৭ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, ED তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। তদন্তের স্বার্থে Search and Seizure’র সময় কোনও লাইভ ভিডিও করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এদিন সুপ্রিম কোর্টে গিয়েছিল ED। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই চায়নি। আবেদন খারিজ করার আগে তা প্রত্যাহার করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। তবে ED’র তরফে আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল সূর্যপ্রকাশ ভি রাজু দাবি করে ছিলেন, তাঁদের Special Leave Petition নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। কারণ আরও একবার হাইকোর্টে যেতে চায় ED। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের কোনও জায়গাই নেই। এর পরই আবেদন প্রত্যাহার করে নেন রাজু।  

Tags :
Abhishek BanerjeeCalcutta High CourtEnforcement DirectorateMamata BanerjeeRujira BanerjeeSpecial Leave Petitionsupreme courtTmc
Next Article