OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম নির্দেশ, নজরে খসড়া তালিকা

আগে রাজ্যের থেকে যোগ্য প্রার্থীর খসড়া তালিকা দেখবে সুপ্রিম কোর্ট, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত।
10:05 AM Jan 23, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ২০১৪ সালে যারা TET পাশ করেছিল, তাঁদের অধিকাংশেরই DL.ED প্রশিক্ষণ ছিল না। সেই সময়ে এ ব্যাপারে কিছুটা ছাড় ছিল। কিন্তু পরে বিষয়টি আবশ্যিক হওয়ায় ২০২০ সালে তাঁরা প্রশিক্ষণ নিয়ে নেন। কিন্তু ২০২২ সালে যখন নিয়োগের প্যানেল তৈরি হচ্ছে, সেই সময় তাঁরা হাতে প্রশিক্ষণের শংসাপত্র পাননি। ফলে প্যানেলে নামও ওঠেনি। কিন্তু DL.ED প্রশিক্ষণের যোগ্যতা সত্ত্বেও কেন নাম থাকবে না? এই প্রশ্ন তুলে মামলা করেন তাঁরা। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। কিন্তু তার মাঝেই এবার সুপ্রিম কোর্ট(Supreme Court) জানিয়ে দিল বাংলার(Bengal) বুকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ(Primary Teachers Recruitment) মামলায় যোগ্য প্রার্থীদের একটি খসড়া তালিকা তৈরি করতে হবে, কত পদ খালি আছে রাজ্যকো সেটাও জানাতে হবে। যদিও ২০১৪ সালে যারা TET পাশ করেছে, অথচ সেই সময়ে DL.ED প্রশিক্ষণ ছিল না, তাঁরা এই নিয়োগের প্যানেলে সুযোগ পাবে কি না, তা এখনও ঠিক হয়নি। আগে রাজ্যের থেকে যোগ্য প্রার্থীর খসড়া তালিকা দেখবে সুপ্রিম কোর্ট, তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত। আগামী সোমবার ফের এই মামলার শুনানি থাকছে।

রাজ্যে প্রাথমিকে ১১ হাজার ৭৬৫টি পদ খালি আছে বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE) সূত্রে জানা গিয়েছে। দ্রুত তা পূরণ করতে তাঁরা ইচ্ছুক বলেই সুপ্রিম কোর্টে জানিয়েছে পর্ষদ। কিন্তু আপাতত DL.ED প্রশিক্ষণপ্রাপ্ত এবং ২০১৭ সালের TET পরীক্ষায় পাশ প্রার্থীদেরই নিয়োগে অগ্রাধিকার দিতে চায় বলেই জানিয়েছে পর্ষদ।  পরে আরও পদ খালি হবে। তখন ২০১৪ সালের পরীক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে। যদিও ২০২২ সালের প্যানেল তৈরির সময় যারা ইতিমধ্যেই DL.ED প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের দাবি, তাঁদেরই আগে সুযোগ দিতে হবে। তবে ওই মামলার জন্য রাজ্যে প্রাথমিকে নিয়োগ যেন আটকে না থাকে, তারই আবেদন করেছে পর্ষদ। তাই গতকাল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসানউদ্দিন আমানুল্লার বেঞ্চের নির্দেশ, কত পদ খালি, কারা যোগ্য, তার একটি খসড়া তালিকা দিন। তারপরেই সুপ্রিম কোর্ট এই নিয়ে যা রায় দেওয়ার সেটা তাঁরা দেবেন। যদিও আশঙ্কা দেখা দিয়েছে যে, পর্ষদ যদি ২০১৭ সালের TET পরীক্ষায় পাশ প্রার্থীদেরই নিয়োগে অগ্রাধিকার দেয় তাহলে ২০১৪ সালের পরীক্ষার্থীরা এবং ২০২২ সালের পরীক্ষার্থীরা আবার নতুন করে মামলা করতে পারে। সেক্ষেত্রে নিয়োগের ওপর স্থগিতাদেশও নেমে আসতে পারে।

Tags :
bengalDL.EDPrimary Teachers Recruitment.supreme courtTETWBBPE
Next Article