For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রাজ্য সরকারি কর্মীদের DA মামলার সুপ্রিম শুনানি আগামিকাল

রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আগামিকাল শুনানির জন্য উঠতে চলেছে।
09:35 AM Nov 02, 2023 IST | Koushik Dey Sarkar
রাজ্য সরকারি কর্মীদের da মামলার সুপ্রিম শুনানি আগামিকাল
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা(West Bengal State Government Employees) দাবি তুলেছেন তাঁদের কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা বা DA দিতে হবে। সেই দাবিকে সামনে রেখে তাঁরা যেমন আন্দোলন করছেন তেমনি সেই বিষয় নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টেও(Supreme Court)। চলতি বছরেই সেই মামলা বার বার শুনানির জন্য দেশের শীর্ষ আদালতে উঠলেও বার বার একদম শেষ মুহুর্তে এসে তা রদ হয়ে যায় বা শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ খবর আগামিকাল অর্থাৎ শুক্রবার সেই মামলা ফের শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হয়েছে। বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে(Bench of Justice Hrishikesh Roy and Justice Sanjay Karle) মামলাটির শুনানি(Hearing) হবে।

Advertisement

উল্লেখ্য DA মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার গতবছর অক্টোবর মাসে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। তারপর ২৮ নভেম্বর থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৯ বার মামলাটি শুনানির জন্য উঠেছে। কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। জুলাই মাসে শেষ যখন মামলাটি ওঠে তখন বিচারপতিরা বিস্তারিত শুনানির প্রয়োজনীয়তার কথা বলেন। শুক্রবার ওই বেঞ্চে নথিভুক্ত মামলাগুলির তালিকার সবশেষে ৬০ নম্বরে আছে DA মামালটি।

Advertisement

মামলার মূল আবেদনকারী Confederation of State Government Employees’র তরফে সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, তালিকায় সবশেষে থাকলেও শুক্রবার বিস্তারিত শুনানি হবে বলেই তাঁরা আশা করছেন। এই মামলায় যুক্ত রয়েছে রাজ্য সরকারি কর্মচারী পরিষদও। সংগঠনের সভাপতি দেবাশিস শীল জানানও, মামলাটি নিয়ে তাঁরা আশাবাদী। যদিও সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ জানান, শুনানি তালিকার ৬০ নম্বরে থাকায় সন্দেহ থেকেই যাচ্ছে আদৌ মামলাটির শুনানি আগামিকাল হবে কিনা তা নিয়ে। সেক্ষেত্রে মামলার শুনানির দিনক্ষণ আবারও পিছিয়ে যেতে পারে।

Advertisement
Tags :
Advertisement