OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

Deputy Solicitor General পদ থেকে অপসারিত শুভেন্দু ঘনিষ্ঠ বিল্বদল

শুভেন্দুকে বড় ধাক্কা দিয়ে দিল খোদ কেন্দ্র সরকার।  শুভেন্দু ঘনিষ্ঠ আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে Deputy Solicitor General’র পদ থেকে অপসারণ।
03:49 PM Feb 17, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) বড় ধাক্কা দিয়ে দিল খোদ কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। উনিশের লোকসভা ভোটের কয়েক মাস আগে ঢাক-ঢোল পিটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। খোদ অমিত শাহের(Amit Shah) হাত ধরে যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। সেই সময় বঙ্গ বিজেপির(Bengal BJP) সভাপতি দিছেলন দিলীপ ঘোষ। বিজেপিতে সেই সময় শুভেন্দুর যোগদানের ঘটনা নিয়ে প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য না করলেও ঘনিষ্ঠ মহলে নিজের আপত্তির কথা জানিয়ে দিয়েছিলেন দিলীপ(Dilip Ghosh)। অন্তত সূত্রে তেমনটাই জানা যায়। সেই নির্বাচনে বাংলার মাটিতে বিজেপি ঐতিহাসিক সাফল্যের মুখ দেখেছিল। কিন্তু সেই সাফল্যের গুড় খেয়েছিলেন মোদি-শাহ আর দিলীপ। সেখানে শুভেন্দুর ভাগে কিছুই আসেনি। কিন্তু একুশের ভোটের পরে পরেই দিলীপ যেমন বঙ্গ বিজেপির সভাপতির পদ হারান তেমনি শুভেন্দু পেয়ে যান রাজ্যের বিরোধী দলনেতার পদ। তারপর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে বার বার শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বজনপোষণ এবং নিজের লোকদের দলের পদ পাইয়ে দেওয়া। কিন্তু এটাও ঘটনা শুভেন্দুই বঙ্গ বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা হলেও তিনি দলকে কোনও ভোটে জয়ের মুখ দেখাতেই পারেননি, যা দিলীপ দেখিয়েছেন। এবার সেই শুভেন্দুকেই বড় ধাক্কা দিয়ে দিল খোদ কেন্দ্র সরকার।  

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আইনজীবী বিল্বদল ভট্টাচার্যকে কেন্দ্রের Deputy Solicitor General’র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের এই আইনজীবীকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য শুক্রবার রাতে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। সেখানেই জানানো হয়েছে, রাষ্ট্রপতি অপসারণ করেছেন বিল্বদলকে। সেই নির্দেশ দ্রুতই কার্যকর করা হবে। Deputy Solicitor General হওয়ার আগে বিল্বদল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী ছিলেন। তাঁর হয়ে অনেক মামলায় সওয়াল করেছেন তিনি। এখন তিনি কলকাতা হাইকোর্টে CBI’র আইনজীবী। প্রাথমিক, Group-C, Group-D নিয়োগ দুর্নীতি মামলায় CBI’র হয়ে সওয়াল করেন। এই সংক্রান্ত মামলায় CBI যত রিপোর্ট দেয়, তা আইনজীবী বিল্বদলই আদালতে পেশ করেন। এ বার তাঁকেই সরানো হল কেন্দ্রের Deputy Solicitor General’র পদ থেকে। সন্দেহ নেই কেন্দ্রের এই সিদ্ধান্ত শুভেন্দু শিবিরে বড়সড় ধাক্কা। বঙ্গ বিজেপির অনেকেই মনে করছেন, বিল্বদলের অপসারণ আদতে শুভেন্দুকে কড়া বার্তা দেওয়ার সামিল। কেননা তাঁর বিরুদ্ধে দলের অন্দরে বার বার অভিযোগ উঠছে দলের অন্দরেই লবিবাজি চালানোর। সেই সঙ্গে মুখ বড় বড় ডায়লগ আউড়ে চললেও দলকে তিনি এখনও পর্যন্ত না কোনও নির্বাচনে জয়ের মুখ দেখাতে পেরেছেন না দলকে রাজ্য রাজনীতিতে কোনও ভাল অবস্থায় নিয়ে আসতে পেরেছেন।  

২৪’র নির্বাচন(General Election 2024) কার্যত বঙ্গ বিজেপির কাছে অ্যাসিড টেস্ট হতে চলেছে। ২০১৯ সালে এই রাজ্যে বিজেপি ১৮টি আসন দখল করেছিল। সেই সঙ্গে রাজ্যের ১৩৬টি বিধানসভা কেন্দ্রে তাঁরা লিড তুলেছিল। সেই লিডের ওপর ভরসা রেখেই একুশের ভোটে শ্লোগান উঠেছিল, ‘আপকে বার ২০০ পার’। বাস্তবে সেই দৌড় থেমেছিল মাত্র ৭৭ আসন পেয়ে। আর এবার যা পরিস্থিতি বিজেপি ২৪’র ভোটে বাংলার মাটি থেকে ৬জন প্রার্থীকে জিতিয়ে সাংসদ হিসাবে দিল্লি নিয়ে যেতে পারবে কিনা সন্দেহ। ঠিক তার আগে বিল্বদলের অপসারণ শুভেন্দু শিবিরকেই যে কড়া বার্তা দেওয়ার সামিল সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গোপনীয়তা খর্ব হচ্ছে জানিয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছিলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সে সময় তাঁর আবেদনের বিরোধিতা করেছিলেন বিল্বদল। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ চিঠি লিখে দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ED। হেফাজতে তাঁর ওপর অত্যাচার করা হয়েছে। সেই চিঠি নিয়ে CBI তদন্তের দাবি করে সওয়াল করেছিলেন বিল্বদল। এখন তিনিই হারালেন কেন্দ্রের Deputy Solicitor General’র পদ।

Tags :
Amit shahBengal BjpCBIDeputy Solicitor GeneralDilip ghoshEDGeneral Election 2024Narendra modiSuvendu Adhikari
Next Article