OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ইংল্যান্ডকে জয়ের জন্য ১৬৪ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

09:45 PM Jun 21, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: কুইন্টন ডি’কক ও ডেভিড মিলারের বিধ্বংসী ব্যাটিং সত্বেও প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না দক্ষিণ আফ্রিকা। শুক্রবার রাতে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৬৩ রান তুলেছে প্রোটিয়ারা।   

সেন্ট লুসিয়ার গ্রস আইসলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। উল্টোপ্রান্তে রেজা হেন্ড্রিক্স উইকেট আগলে রাখার কাজ করে গিয়েছিলেন। প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান তোলে প্রোটিয়ারা। মাত্র ২২ বলে তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ডি’কক। নির্দয়ভাবে মার খাওয়াতে লাইন লেংথ হারিয়ে ফেলেন ইংলিশ বোলাররা। ৮.২ ওভারে ডি’ককের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মার্ক উড। দশম ওভারে বল করতে এসে রেজা হেন্ড্রিক্সকে (২৪ বলে ১৯) ফিরিয়ে জুটি ভাঙেন মইন আলি। ততক্ষণে অবশ্য ইংল্যান্ডের স্কোর বোর্ডে ৮৬ রান যোগ হয়েছে। রেজা ফেরার খানিকক্ষণ বাদে জোফ্রা আর্চারের বলে সাজঘরে ফেরেন ডি’কক। আউট হওয়ার আগে ৩৭ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

পর পর দুই উইকেট হারানোয় দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি অনেকটাই শ্লথ হয়ে যায়। ম্যাচে ফিরতে শুরু করেন ইংলিশ বোলাররা। ১৪তম ওভারে অকারণে রান নিতে গিয়ে আউট হয়ে যান হাইনরিখ ক্লাসেন (৭)। বেশিক্ষণ টিকতে পারেননি প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম (১)। ১৫তম ওভারে আদিল রশিদের বলে স্ট্যাম্প ছিটকে যায় তাঁর। এর পরে পঞ্চম উইকেটে জুটি বেঁধে ইংলিশ বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন ডেভিড মিলার ও ত্রিস্তান স্টাবস। দুজনে মিলে দলকে দেড়শো রানের গণ্ডি টপকে দেন। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন জোফ্রা আর্চার। প্রথম বলে ফেরান মিলারকে (৪৩)। পরের বলে মার্কো জানসেনকে (০)। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ত্রিস্তান স্টাবস ১২ এবং কেশব মহারাজ ৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে জোফ্রা আর্চার ৪০ রানে তিন উইকেট নিয়েছেন।

Tags :
ENG vs SAQuinton de KockT20 World Cup
Next Article