For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন 'তারক মেহতা'-খ্যাত জেনিফার মিস্ত্রি 

এত অল্প ব্যবধানে এত সমস্যার মুখোমুখি হওয়াটা হতাশাজনক। প্রথমে আমার ভাই প্রায় দুই বছর আগে মারা যায়, তারপর তারক মেহতার প্রস্থান এবং এখন আমার বোনকে ঘিরে পুরো ব্যর্থতা।
06:04 PM Apr 18, 2024 IST | Sushmitaa
বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন  তারক মেহতা  খ্যাত জেনিফার মিস্ত্রি 
Advertisement

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আইনী ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন সিটকম ধারাবাহিক 'তারক মেহতা কা উলটা চশমা'-খ্যাত অভিনেত্রী জেনিফার মিস্ত্রি। সিরিয়ালের প্রযোজকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। যদিও আইনি ঝামেলায় তিনিই জেতেন। কিন্তু বিচার পতির নির্দেশে জরিমানা হিসেবে এখনও ৫ লক্ষ টাকা পাননি জেনিফার মিস্ত্রি। বিনোদন মহলের অত্যন্ত পপুলার 'তারক মেহতা কা উল্টা চশমা'। প্রায় ১৪ বছরেরও বেশি সময় ধরে সাব টিভিতে দাপিয়ে বেড়াচ্ছে এই ধারাবাহিক। কিন্তু মেগার নির্মাতাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বেতন না দেওয়ার অভিযোগ-সহ একাধিক অভিযোগ এনে বহু কাস্ট সিরিয়াল থেকে এই মূহুর্তে বেরিয়ে গিয়েছেন। বেরিয়ে গিয়েছেন জেনিফার মিস্ত্রিও।

Advertisement

সম্প্রতি প্রযোজক অসিত কুমার মোদির বিরুদ্ধে যৌন হয়রানির মামলার জন্য তিনি শিরোনাম হয়েছিলেন। তবে তাঁর জীবন দিয়ে একের পর এক দুর্যোগ নেমে আসছে। সম্প্রতি জেনিফার তাঁর বিশেষভাবে অক্ষম বোন ডিম্পলকে হারিয়েছেন। ৪৫ বছর বয়সে মারা গেল তাঁর বোন। ঘটনাটি নিজেই একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। এবং কান্নায় ভেঙে পড়েছেন। একটি সংবাদ সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, "এত অল্প ব্যবধানে এত সমস্যার মুখোমুখি হওয়াটা হতাশাজনক। প্রথমে আমার ভাই প্রায় দুই বছর আগে মারা যায়, তারপর তারক মেহতার প্রস্থান এবং এখন আমার বোনকে ঘিরে পুরো ব্যর্থতা। সে আমার সবচেয়ে কাছের ছিল, এবং এটি তহবিলের অভাবের কারণেও ছিল। কারণ আমরা তাকে ভাল সুযোগ-সুবিধা দিতে পারিনি কিন্তু আমি আত্মার যাত্রায় বিশ্বাস করি এবং সম্ভবত তার চলে যাওয়ার সময় তাই সে চলে গেল।" সূত্র অনুযায়ী, ডিম্পল নিম্ন রক্তচাপের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাঁর গলব্লাডারে পাথর ছিল। যার ফলে তার স্বাস্থ্যের প্রচুর অসুবিধা ছিল।

Advertisement

হাসপাতালের বিল বাড়তে থাকায় তাঁকে শেষে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তবে চিকিৎসায় ডিম্পল সাড়া দিচ্ছিল। কিন্তু তাঁর শ্বাসকষ্ট কমছিল না, তাই স্বাস্থ্যের অবনতি হতে থাকে। চিকিৎসা কর্মীদের চেষ্টা সত্ত্বেও, তাকে বাঁচানো যায়নি এবং ১০ দিন সরকারি হাসপাতালে থাকার পর ১৩ এপ্রিল সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে,জেনিফার তার ভাইকে হারিয়েছিলেন, তাঁকেও ভেন্টিলেশনে রাখা হয়েছিল। জেনিফার, 'টিএমকেওসি'-তে রোশন সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন। অসিত মোদির বিরুদ্ধে যৌন হয়রানি এবং বকেয়া পরিশোধ না করার মামলায় জিতেছিলেন। তিনি গত বছর প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। তবে মোদি তার বিরুদ্ধে করা অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন এবং তাকে মানহানির চেষ্টা করার জন্য অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। ফেব্রুয়ারী মাসে মামলার রায় আসে এবং জেনিফারের পক্ষে রায় হয়। রিপোর্ট অনুযায়ী, মোদি জেনিফারের বকেয়া পাওনা পরিশোধ করবেন এবং ক্ষতিপূরণ হিসাবে তাকে অতিরিক্ত ৫ লাখ টাকা দিতে বলা হয়। 

Advertisement
Tags :
Advertisement