For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

দিল্লিতে ফিরলেন রোহিতরা, হোটেলে কেক কেটেই  মোদির কাছে  

12:02 PM Jul 04, 2024 IST | Sundeep
দিল্লিতে ফিরলেন রোহিতরা  হোটেলে কেক কেটেই  মোদির কাছে  
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে প্রতীক্ষার অবসান। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের চারদিন বাদে বৃহস্পতিবার সকালে দেশের মাটিতে পা রাখলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। বিশেষ বিমানে বিমানবন্দরে নেমেই  হোটেলের উদ্দেশে রওনা দেন। বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের  অভ্যর্থনার জন্য জমকালো আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঢোলের তালে পা মেলান বিশ্বজয়ী ক্রিকেটাররা।

Advertisement

হোটেলে ঢুকেই বিশ্বকাপ জয়ের জন্য রাখা বিশেষ কেক কাটেন ভারত অধিনায়ক। খানিকক্ষণ হোটেলে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য রওনা হন ৭ লোককল্যাণ মার্গের দিকে। হোটেলের সামনেই জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছিলেন অসংখ্য সমর্থকরা। ভারতীয় দলের সদস্যরা বাসে ওঠার সময়েই  স্বপ্নপূরণের নায়কদের একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেন ভক্তরা। যদিও এনএসজি কম্যান্ডোরা সেই সুযোগ দেননি। কঠোর নিরাপত্তায় একে একে বাসে ওঠেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। বাস রওনা হওয়ার আগে বাইরে অপেক্ষমান সমর্থকরা ‘ভারতমাতা কি জয়’ শ্লোগানও তোলেন।

Advertisement

বিশাল কনভয় নিয়ে পৌনে এগারোটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন রোহিতরা। বিশ্বকাপজয়ী দলের প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা করে কথা বলার পাশাপাশি নিজস্বীও তোলেন মোদি। বিশ্ব ক্রিকেটে ফের দেশের মাথা উঁচু করার জন্য রোহিতদের অভিনন্দনও জানান। আলাপচারিতার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশেও অংশ নেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যরা। বেলা বারোটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান রোহিতরা। ৭ লোককল্যাণ মার্গের বাসভবন থেকে সোজা যাবেন দিল্লি বিমানবন্দরে। সেখান থেকে বিমানে চেপে পৌঁছবেন মুম্বইয়ে।

Advertisement
Tags :
Advertisement