OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘তৃণমূল কী দোষ করেছিল বলুন?’ জলপাইগুড়ির জনতাকে প্রশ্ন মমতার

‘তৃণমূল কী দোষ করেছিল বলুন? উত্তরবঙ্গের সব আসন বিজেপি পেল। কেন তৃণমূল পেল না? কী দোষ ছিল? কাজ তো কিছু কম হয়নি এখানে।’
03:25 PM Apr 13, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: অভিমান তিনি করতেই পারেন। অভিমান করা তাঁর সাজেও। সেই অভিমানের ঝাঁপি তিনি এবার উপুড় করে দিলেন জলপাইগুড়ির জনতার কাছে। তাঁদের দিকেই তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘তৃণমূল(TMC) কী দোষ করেছিল বলুন? উত্তরবঙ্গের(North Bengal) সব আসন বিজেপি(BJP) পেল। কেন তৃণমূল পেল না? কী দোষ ছিল? কাজ তো কিছু কম হয়নি এখানে।’ কাজ কম হয়েছিল না বেশি হয়েছিল, সেই বিতর্কের থেকেও বড় কথা ২৪’র ভোটে(Loksabha Election 2024) ফের ফিরে এল উনিশ আর একুশের ছবি। নজরে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি সভা করেন জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ডাবগ্রাম-ফুলবাড়ি(Dabgram Phulbari) এলাকায়। রাজবংশী সম্প্রদায় অধ্যুষিত এই এলাকায় একসময় তৃণমূলের খুব ভাল জমি ছিল। কিন্তু সেই ছবিটাই আমূল বদলে যায় উনিশের লোকসভা নির্বাচনে। একুশের ভোটেও সেই ছবি কিছুটা হলেও বজায় ছিল। এদিন মমতা সেই ঘটনারই কার্যত কৈফিয়ত চাইচলেন আমজনতার কাছে।

উনিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টিই পেয়েছিল বিজেপি। ১টিতে জয়ী হয় কংগ্রেস। কার্যত খালি হাতেই সেবার উত্তরবঙ্গ থেকে ফিরতে হয় তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে সেই ঘটনা যে গভীর রেখাপাত করেছে এদিনের কথায় তা ফুটে উঠল। আবার একুশের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে। সেই সময় গৌতম দেবের হয়ে এই বিধানসভা কেন্দ্রেই সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ফল বার হতে দেখা যায় জলপাইগুড়ি জেলায় উনিশের লোকসভা নির্বাচনের তুলনায় কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। জেলার ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টি জিতেও যায়। কিন্তু ডাবগ্রাম-ফুলবাড়িতে গৌতম দেব হেরে যান সাড়ে ২৭ হাজার ভোটের ব্যবধানে। সেখানে জেতেন বিজেপির শিখা চট্টোপাধ্যায়। মমতা এদিন তাঁকে নিয়েও দু-এক কথা বলেছেন। তবে ঘটনা হচ্ছে এখন জলপাইগুড়ি জেলার রাজনৈতিক সমীকরণে তৃণমূল অনেকটাই এগিয়ে গিয়েছে। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতেওছে তৃণমূল।

এদিন মমতা বলেন, ‘আজকে আমি আমার একটা দুঃখের কথা আপনাদের বলবো। এটা আমার দুঃখ। বিধানসভায় গৌতম দেবকে টিকিট দিয়েছিলাম। সেবার দেখেছিলাম, এই মাঠ ভর্তি লোক। কিন্তু পরে দেখলাম, গৌতমদা হেরে গেলেন। ওর সভায় উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু ও জিতল না। জিতল কে? না বিজেপি। কেন বিজেপি জিতল? ওরা এখানে কী করেছে? যদি কিছু দিয়ে থাকে, আমার আপত্তি নেই। কিন্তু কাজ তো আমরাই করেছি। তৃণমূল কী দোষ করেছিল যে পাহাড়, জঙ্গলমহল কোথাও আসন পেল না? যাকে আপনারা জিতিয়ে বিধায়ক করলেন, তাঁকেও কিন্তু আমি রাস্তা থেকে তুলে এনে আমার দলে ঠাঁই দিয়েছিলাম। পরে সে দল ছেড়ে বেরিয়ে যায়। কী লাভ হল তাঁকে জিতিয়ে? কোনও কাজ করেছে? কাজ করলে জেতাবেন, আমার আপত্তি নেই। কিন্তু কাজ তো তৃণমূল করে। তৃণমূল কী দোষ করেছিল বলুন? উত্তরবঙ্গের সব আসন বিজেপি পেল, কেন তৃণমূল পেল না? কী দোষ ছিল? কাজ তো কিছু কম হয়নি এখানে। গজলডোবার ভোরের আলো, দার্জিলিংয়ের সাফারি পার্ক, আলিপুরদুয়ারের সেতু – সব করে দেওয়া হয়েছিল।’

এর পাশাপাশি মমতা বলেন, ‘আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওদের ফুটো ভাঁড়। বিজেপিকে জেতালেন, কিন্তু আপনাদের জন্য তারা কিছুই করেনি। গৌতমকে হারিয়ে যাকে জেতালেন, তাঁকে রাস্তা থেকে তুলে পদে বসিয়েছিলাম। কী করল আপনাদের জন্য? ওরা একটা টাকা দেয় না, কেন ভোট দেন ওদের? ভোটটা দয়া করে আর বিজেপিকে দেবেন না। কাজটা করে তৃণমূলই। কেন্দ্রে আমরা সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় একটি ভোটও সিপিএম বা কংগ্রেসকে নয়। দেশের ক্ষেত্রে বিষয়টা আমরা আলাদা করে বুঝে নেব। এখানে ওরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। তৃণমূল জিতলে কাজ হবে, না জিতলেও কাজ হবে। তৃণমূল জিতলে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, না জিতলেও পাবেন। আমরা হারা-জেতার ভিত্তিতে উন্নয়ন করি না। উনিশে আপনারা আমাদের ভোট দেননি, একুশেও সেভাবে ভোট দেননি। বলতে পারবেন আপনাদের জেলায় উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে।’

Tags :
BJPDabgram PhulbariJalpaiguri DistrictLoksabha Election 2024Mamata Banerjeenorth bengalTmc
Next Article