For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'প্রতিযোগিতামূলক পরীক্ষা আর নয়', NEET বিতর্কে মুখ খুললেন থালাপথি বিজয়

জাতির NEET এর দরকার নেই। NEET থেকে অব্যাহতিই একমাত্র সমাধান। রাজ্য বিধানসভায় পাস হওয়া NEET-এর বিরুদ্ধে প্রস্তাবকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।
01:11 PM Jul 03, 2024 IST | Susmita
 প্রতিযোগিতামূলক পরীক্ষা আর নয়   neet বিতর্কে মুখ খুললেন থালাপথি বিজয়
Advertisement

নিজস্ব প্রতিনিধি: মেডিকেল পরীক্ষা NEET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই সরগরম দেশের রাজনীতি মহল। শাসক বিরোধী দলগুলি কেউ কাউকে প্রশ্নবাণে বিঁধতে ছাড়ছে না। সারা দেশজুড়ে রীতিমতো তদন্ত শুরু হয়েছে। কয়েক লাখ টাকার বিনিময়ে ফাঁস হয়েছে NEET, UGC NET প্রশ্নপত্র। ইতিমধ্যেই কয়েকজন গ্রেফতারও হয়েছে। এবার NEET প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে মুখ খুললেন তামিল অভিনেতা থালাপ্যাথি বিজয়। সম্প্রতি অভিনেতা রাজনীতিতে যোগ দিয়েছেন। তাঁর রাজনৈতিক দলের নাম, তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে)। চলতি বছর ফেব্রুয়ারিতে আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করার বিষয়টি প্রথমবার প্রকাশ্যে এনেছেন তিনি।

Advertisement

তবে ২০২৬ সালের আগে তিনি কোনও নির্বাচনে যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবার অভিনেতা-রাজনীতিবিদ NEET বিতর্কে তাঁর মন্তব্য প্রকাশ করলেন। সম্প্রতি চেন্নাইতে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে NEET প্রসঙ্গে বিজয় বলেন, ''লোকেরা NEET পরীক্ষার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। জাতির NEET এর দরকার নেই। NEET থেকে অব্যাহতিই একমাত্র সমাধান। রাজ্য বিধানসভায় পাস হওয়া NEET-এর বিরুদ্ধে প্রস্তাবকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি তামিলনাড়ুর জনগণের আবেগকে সম্মান করতে। শিক্ষাকে সমকালীন তালিকা থেকে রাজ্য তালিকার আওতায় আনা উচিত। একটি অন্তর্বর্তী সমাধান হিসাবে, 'বিশেষ সমবর্তী তালিকা' তৈরি করতে ভারতীয় সংবিধান সংশোধন করা উচিত এবং এর অধীনে শিক্ষা ও স্বাস্থ্য যুক্ত করা উচিত।"

Advertisement

এর আগে, ডিএমকে রাজ্যসভার সদস্য পি উইলসন কেন্দ্রীয় সরকারকে NEET বাতিল করতে এবং রাজ্যটিকে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বাদ দেওয়ার জন্য তামিলনাড়ুর NEET ছাড় বিল অনুমোদন করতে বলেছিলেন। মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশে NEET পরীক্ষার পেপার ফাঁসের ইস্যুতে বলেছেন, "সরকার NEET ইস্যু নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং তার দায়িত্ব পালনের জন্য যুদ্ধের মতো পরিস্থিতি নিয়ে কাজ করছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অভিযুক্তদের ক্রমাগত গ্রেফতার করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়ে একটি শক্তিশালী আইন তৈরি করেছি।" যদিও NEET অভিযোগপত্র ফাঁস সহ বেশ কয়েকটি অনিয়মের জন্য স্ক্যানারের অধীনে রয়েছে, UGC-NET বাতিল করা হয়েছিল কারণ পরীক্ষার দুদিন আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। বর্তমানে NEET এবং UGC NET দুটি বিষয়ই তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।

Advertisement
Tags :
Advertisement