OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

১০০ দিনের কাজের প্রকল্পের নাম হোক অভিষেকের নামে, প্রস্তাব বিজেপি বিধায়কের

অমরনাথ শাখার দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে করে দেওয়া হোক। কার্যত মুখ পোড়ালেন বিজেপিরই।
10:50 AM Dec 02, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বাংলা(Bengal) থেকে নির্বাচিত বিজেপির(BJP) একের পর এক বিধায়ক ও সাংসদ ক্রমশই দলের মুখ পুড়িয়ে চলেছেন। কার্যত দল যে বাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও ভাঁওতা দিয়ে চলেছে সেটাও তাঁরা জানিয়ে দিচ্ছেন। এবার সেই সব সাংসদ ও বিধায়কদের তালিকায় যোগ হয়ে গেল আরও একটি নাম। বাঁকুড়া জেলার(Bankura District) ওন্দা বিধানসভা কেন্দ্রের(Onda Assembly Seat) বিজেপি বিধায়ক(BJP MLA) অমরনাথ শাখা(Amarnath Sakha) এবার দাবি তুলেছেন, ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) নাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নামে করে দেওয়া হোক। আর সেই ঘটনা সামনে আসতেই কার্যত মুখ পুড়ছে পদ্মশিবিরের। অনেকেই মনে করছেন অমরনাথ কার্যত বুঝিয়ে দিলেন, তিনি তৃণমূলের দিকে তাঁর পা বাড়িয়েই দিয়েছেন। যে কোনও দিন তিনি ফুল বদল সেরে ফেলবেন।

কী বলেছেন অমরনাথ? কেন্দ্রের ক্ষমতাশীন নরেন্দ্র মোদির সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। সেই সূত্রেই সেই টাকা চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছিলেন কয়েক হাজার জবকার্ড হোল্ডার। সেই সব জবকার্ড হোল্ডারদের সম্প্রতি নিজের সাংসদ পদের মাইনে থেকে টাকা পাঠান অভিষেক। সেই প্রসঙ্গেই অমরনাথ স্বীকার করে নিয়েছেন, যে তাঁর বিধানসভা কেন্দ্র থেকে যে সব জবকার্ড হোল্ডাররা দিল্লিতে তৃণমূলের আন্দোলনে গিয়ে যোগ দিয়েছিল তাঁরা সবাই টাকা পেয়েছেন অভিষেকের কাছ থেকে। সেই সূত্রেই তিনি দাবি করেছেন ১০০ দিনের কাজের প্রকল্পের নাম অভিষেকের নামেই করে দেওয়া হোক। কার্যত নিজের দল ও কেন্দ্রের সরকারকে খোঁচা মেরে তিনি জানিয়েছেন, ‘এটা আনন্দের বিষয়। আমি তো জানতে পারলাম আমার বিধানসভা এলাকার কয়েকজন টাকা পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে উনি দেবেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করব, টাকা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন প্রকল্পের নামও ওঁর নামে করা হোক।’

এখন প্রশ্ন হচ্ছে, অমরনাথ কেন হঠাৎ করে অভিষেকের নাম করে প্রকল্প করতে বললেন কেন আর কেনই বা অভিষেকের টাকা পাঠানোর কথাই বা স্বীকার করতে গেলেন? আসলে এর পিছনে কাজ করছে লোকসভা ভোটের অঙ্ক। কলকাতার বুকে শাহি সভা ফ্লপ হওয়ার পরে পদ্মশিবিরের নেতারা বেশ বুঝতে পারছেন ১০০ দিনের কাজের টাকা আটকে রাখাটা কার্যত ব্যমেরাং হয়ে গিয়েছে বিজেপির কাছে। গ্রামবাংলার মানুষজন তো বটেই, শহরের মানুষও মুখ ঘুরিয়ে নিয়েছে বিজেপির থেকে। সেই ধাক্কা নেমে আসতে চলেছে ২৪’র লোকসভা ভোটে। তাই এখন থেকেই তাঁরা কাঁদুনি গেয়ে রাখছেন যাতে সেই হারের দায় তাঁদের ঘাড়ে না চাপিয়ে দেওয়া হয়। কেননা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ২৪’র যুদ্ধে যে সব সাংসদরা হারবেন তাঁদের হারের দায় সেই সব লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বিধানসভা কেন্দ্রগুলির বিজেপি বিধায়কদের নিতে হবে। অমরনাথ এখন থেকেই নিজেকে সেই দায়ভার থেকে মুক্ত করে দিলেন।

Tags :
100 Days Work ProjectAbhishek BanerjeeAmarnath SakhaBankura DistrictBJPBJP MLAOnda Assembly SeatTmc
Next Article