OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

উপাদান পৃথক করেই সংগৃহীত রক্ত পাঠাতে হবে ব্লাড ব্যাঙ্কে

05:18 PM Jan 05, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বার বার অনুরোধেও কাজ হয়নি। তাই এবার জারি করে দেওয়া হল নির্দেশিকা। রাজ্যের সব সরকারি ব্লাড ব‌্যাঙ্ক(Blood Bank) ও হাসপাতালকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কী সেই নির্দেশ? রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department) থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যে যত রক্তদান শিবির(Blood Donation Camp) হবে সেই সব শিবির থেকে সংগৃহীত রক্তের উপাদান(Elements) পৃথক করে তবেই সংগৃহীত রক্ত পাঠাতে হবে ব্লাড ব্যাঙ্কে। গত বছর দফায় দফায় জেলাগুলিকে এনিয়ে অনুরোধ জানানো হয়েছিল স্বাস্থ্য দফতরের তরফে। কিন্তু সেই অনুরোধ কানে তোলেননি কেউ। অতএব কিছুটা বাধ্য হয়েই এবার নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাতেই বলা হয়েছে, করে সংগৃহীত রক্তের উপাদান পৃথক করে পাঠানোর নিয়মটি বাধ‌্যতামূলক করা হচ্ছে।

এখন কলকাতার ৫টি মেডিকেল কলেজ ছাড়াও রাজ্যের ৪০টি হাসপাতালে রক্তের উপাদান পৃথক করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে রক্তদান শিবিরে রক্তদানের পর নিকটবর্তী হাসপাতাল বা ব্লাড ব‌্যাঙ্কে সেগুলি ‘আনমার্কড’ চিহ্ন দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। রক্তে কোনও রোগের জীবাণু রয়েছে কী না তা নিয়মমাফিক পরীক্ষার পর ৪টি উপাদান পৃথক করা হবে। সেগুলি পৃথক ব্লাড ব‌্যাগে রেখে উপাদানের নাম, এবং কবে মেয়াদ উত্তীর্ণ হবে, সেই ট‌্যাগ দিয়ে এলাকার হাসপাতাল বা ব্লাড ব‌্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, এক ব‌্যাগ রক্তের মধ্যে ৪টি উপাদান থাকে। এগুলি হল - প্লেটলেট, PRBC বা ঘনরক্ত, FFP বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং ক্রায়ো। এবার থেকে সেগুলি পৃথক করেই পাঠাতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য দফতর থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, এলাকায় থ‌্যালাসেমিয়া ইউনিট থাকলে অগ্রাধিকার ভিত্তিতে রোগীদের কার্ড মিলিয়ে পিআরবিসি বা ঘনরক্ত পাঠাতে হবে। তবে ক্রায়োর মতো অ‌্যান্টিজেন কলকাতার হাসপাতালে পাঠাতে হবে।

Tags :
Blood BankBlood donation CampElementsFFP.Health departmentPRBC
Next Article