OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গুটখা বিজ্ঞাপনের মুখ, এবার আইনী নোটিশ পেলেন সলমন, হৃতিক, টাইগার-সহ ৩ ক্রিকেটার

এদিন এই ৬ জনকে মতিলাল যাদবের পাঠানো আইনি নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে এই গুটখা সংস্থাগুলির সঙ্গে করা বিজ্ঞাপনের চুক্তি তাঁদের বাতিল করতে হবে।
03:45 PM Dec 28, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে আইনী কোপে একের পর এক বলিউড তারকা। বর্তমানে তারকাদের অভিনয়ের পাশাপাশি আয়ের অন্যতম মাধ্যম হল, বিজ্ঞাপণ। সেই সমস্ত বিপণনী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন তারকারা। কিন্তু কোন বিজ্ঞাপনের প্রচার আদেউ করা উচিত, কোনটা করা উচিত নয়, সেই বিষয়ে একেবারেই ভাবছেন না। টাকার লোভে একটু ফেমাস হলেই সেই পণ্য সংস্থার মুখ বনে যাচ্ছেন বিখ্যাত তারকারা। আসলে যে ব্র্যান্ডে যত জনপ্রিয় তারকার মুখ থাকবে, সেই পণ্যের বিশ্বাস যোগ্যতা ততটাই বৃদ্ধি পাবে ক্রেতাদের কাছে, এই দৃষ্টিভঙ্গিতেই বিশ্বাসী বিপণনী সংস্থার মালিকরা। কিন্ত তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, সমাজকে আরও ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। আর সেই সব গুটখা, তামাকজাত বিজ্ঞাপনের মুখ হয়ে তখনই আইনী নজরে বন্দি হয়ে যান তারকারা। সঙ্গে ভক্তদের কাছ থেকেও আসে চরম বিতর্ক। এর আগে একটি জনপ্রিয় পাণ মশলা বিজ্ঞাপনে অভিনয়ের জন্যে শাহরুখ, অজয় দেবগন এবং অক্ষয় কুমারকে আইনী নোটিশ পাঠানো হয়েছিল। যদিও এই তামাক জাত পণ্যের প্রচারে দর্শকদের বিতর্কের জন্যে অক্ষয় বিজ্ঞাপন থেকে সরে এসেছিলেন।

কিন্তু তবুও তিনি নিস্তার পাননি আইনী কোপ থেকে। এবার একই কারণে আইনী নোটিশ পেলেন সলমান খান, হৃতিক রোশন, টাইগার শ্রফ, কপিল দেব, সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র শেওয়াগ। এদিন গুটখা কোম্পানির প্রচারের জন্য হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং সালমান খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাতে বাদ যাননি সাবেক ক্রিকেটার কপিল দেব, সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র শেওয়াগও। আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গুটখা কোম্পানির প্রচার। একাধিক গুটখা কোম্পানির বিজ্ঞাপনে মুখ রয়েছে এই সকল তারকাদের বলে অভিযোগ। এই নিয়ে বৃহস্পতিবার লখনউ হাইকোর্টের আইনজীবী মতিলাল যাদব ৬ জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। কয়েকদিন আগে মতিলাল যাদবের পিটিশনে লখনউ হাইকোর্টের নির্দেশে শাহরুখ খান, অজয় ​​দেবগন এবং অক্ষয় কুমারকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার।

এদিন এই ৬ জনকে মতিলাল যাদবের পাঠানো আইনি নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে এই গুটখা সংস্থাগুলির সঙ্গে করা বিজ্ঞাপনের চুক্তি তাঁদের বাতিল করতে হবে। যদি তারা এটি না করে, তাহলে তারা মতিলাল যাদবের মামলার বিষয়বস্তু হিসাবে তাদের বিরুদ্ধে একটি নতুন পিআইএলও দায়ের করা হবে।এর আগে, শাহরুখ খান, অক্ষয় কুমার এবং অজয় ​​দেবগনকে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ পান মসলা সংস্থাগুলির বিজ্ঞাপনের জন্যে নোটিশ জারি করেছিল। এই অবমাননার আবেদনে এই আপিল খারিজ করার জন্য কেন্দ্রীয় সরকারের আইনজীবী লখনউ বেঞ্চে আবেদনও করেছিলেন। কেন্দ্রীয় সরকারের আইনজীবী লখনউ বেঞ্চকে বলেছেন যে সুপ্রিম কোর্টও এই মামলার শুনানি করছে। এ কারণে এই আবেদন খারিজ করা উচিত। বিচারপতি রাজেশ সিং চৌহানের একক বেঞ্চ এই অবমাননার আবেদনটি পাস করেছে। পরবর্তী শুনানির জন্য ৯ মে, ২০২৪ তারিখ নির্ধারণ করা হয়েছে।

Tags :
birendra sewagHritthik Roshankapil devSalman khanSunil GavaskarTiger shroff
Next Article