For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে’, দাবি অমর্ত্যের

তিনি মনে করেন না ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণাটি যথাযথ ছিল। তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে - দাবি অমর্ত্যের।
09:45 AM Jun 27, 2024 IST | Koushik Dey Sarkar
‘ভারত যে হিন্দু রাষ্ট্র নয়  তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে’  দাবি অমর্ত্যের
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: গতকালই শান্তিনিকেতনের(Shantiniketan) মাটিতে ফিরেছেন তিনি। ফিরেছেন নিজের পৈতৃক বাসভবনে। আর ফিরেই তোপ দেগেছেন গেরুয়া ব্রিগেডকে। নজরে অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অধ্যাপক(Economist and Nobel Laureate Professor) অমর্ত্য সেন(Amartya Sen)। গতকালই তিনি মার্কিন মুলুক থেকে ফিরেছেন কবিগুরুর স্মৃতিধন্য শান্তিনিকেতনে। কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) সময়ে তিনি এদেশে ছিলেন না। এরই মধ্যে টানা তৃতীয়বারের জন্যে কেন্দ্রে সরকার গঠন করেছে বিজেপি(BJP)। তবে বিজেপি যেমন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তেমনি ‘আবকে বার ৪০০ পার’ শ্লোগানও বাস্তব রূপ পায়নি। বিজেপিকে থামতে হয়েছে ৪০০'র অনেক আগে ২৪০ আসন পেয়েই। এবার দেশে ফিরে সেই বিজেপিকেই নিশানা বানিয়েছেন অমর্ত্য।

Advertisement

শান্তিনিকেতনে পা রেখেই অমর্ত্য কেন্দ্রের নবগঠিত সরকার এবং শাসকদলকে তীব্র কটাক্ষ হেনেছেন। তাঁর মতে ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত লোকসভা ভোটের ফলাফলেই। তিনি জানিয়েছেন, ‘ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিক ভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণাটি যথাযথ ছিল... ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে। আমরা সব সময় আশা করি প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে। এর আগে বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ানোর মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক কাকা ও ভাইকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল। আমরা আশা করেছিলাম ভারত স্বাধীন হলে এসব থেকে মুক্তি মিলবে। তবে এসব থামেনি। এর জন্যে কংগ্রেসও দায়ী। তারা এটার পরিবর্তন করেনি ... কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরও বেশি।’

Advertisement

এদিকে অমর্ত্য সেনের খোঁচা, রাম মন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদে অযোধ্যা আসনে বিজেপি হেরেছে, কারণ দেশের আসল পরিচয়কে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এত টাকা খরচ করে রাম মন্দির তৈরি হচ্ছে। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে তুলে ধরা হচ্ছে। ভারত মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ। এখানে এমনটা হওয়া উচিত ছিল না। এতে করে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। সামান্য রদবদল সত্ত্বেও রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা এখনও শক্তিশালী। মন্ত্রীরা আগের বারের মতো পোর্টফোলিও পেয়েছেন এবারও।’

Advertisement
Tags :
Advertisement