For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রয়াত লি সান কিউ, গাড়ি থেকে উদ্ধার 'প্যারাসাইট' নায়কের মৃতদেহ

২৭ ডিসেম্বর অভিনেতাকে ওয়ান এশিয়া, ওয়ারিয়ং পার্কে পার্ক করা গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল, যাঁকে উদ্ধার করেন সিউল সিওংবুক থানার পুলিশ।
11:10 AM Dec 27, 2023 IST | Sushmitaa
প্রয়াত লি সান কিউ  গাড়ি থেকে উদ্ধার  প্যারাসাইট  নায়কের মৃতদেহ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদন মহল দক্ষিণ কোরিয়ান ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। আত্মঘাতী হলেন অস্কারপ্রাপ্ত চলচ্চিত্র 'প্যারাসাইট'-খ্যাত অভিনেতা লি সান কিউন। কে-মিডিয়ার সূত্র অনুসারে, ২৭ ডিসেম্বর অভিনেতাকে ওয়ান এশিয়া, ওয়ারিয়ং পার্কে পার্ক করা গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল, যাঁকে উদ্ধার করেন সিউল সিওংবুক থানার পুলিশ।

Advertisement

অভিনেতার স্ত্রী জরুরি কল দিয়ে পুলিশকে ঘটনার বিবৃতি দিয়েছিলেন। তাঁর কথায়, অভিনেতা আত্মহত্যার ইঙ্গিত করে বাড়িতে একটি নোট রেখে যান। অভিনেতা ভীষণ মাদকাসক্ত ছিলেন। এমনকী তাঁর বিরুদ্ধে মাদক পাচারের একাধিক অভিযোগও ছিল। যেটি এখনও তদন্তাধীন। আকাডেমি পুরষ্কার বিজয়ী চলচ্চিত্র প্যারাসাইটের প্রখ্যাত অভিনেতা লি সান কিউন, স্লিপ, কফি প্রিন্স এবং এ হার্ড ডে-এর মতো একাধিক চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্যেও ব্যপক প্রশংসিত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে মাদক মামলা তদন্তাধীন থাকার কারণে অভিনেতা তাঁর বেশকিছু আসন্ন প্রজেক্ট থেকেও সরে গিয়েছিলেন।

Advertisement

২৭ ডিসেম্বর সকালে, রহস্যময় ফোন কলের পরে, পুলিশ অভিনেতার পরিচয় নিশ্চিত করে। অভিনেতা যে আত্মহত্যা করেছেন, তাঁর অতিরিক্ত প্রমাণ হল, অভিনেতার গাড়িতে কাঠকয়লার ব্রিকেট পোড়ানো, সেটাই তাঁর আত্মহত্যার ইঙ্গিত দেয়। অক্টোবর থেকে, লি সান গিউন মাদক সেবনের অভিযোগে পুলিশের তদন্তে ছিলেন। ৪৮ বছর বয়সী অভিনেতা, স্ত্রীর জন্য সুইসাইড নোট রেখে গিয়েছেন। এই বছরের অক্টোবর থেকে, লি সান কিউন এবং বিগব্যাং-এর জি-ড্রাগন সহ বেশ কয়েকটি অভিনয়ের মাধ্যমে তিনি নিজের ইন্ডাস্ট্রির এ-লিস্টার অভিনেতা হয়ে উঠেছিলেন। ময়নাতদন্তের রিপোর্টৈ অভিনেতার শরীর থেকে অসংখ্য মাদক পাওয়া গিয়েছিল। লি সান গিউন, তিনবার পুলিশ তদন্তের শিকার হয়েছিলেন।

Advertisement
Tags :
Advertisement