For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বাড়ি থেকে উদ্ধার Civic Volunteer’র ঝুলন্ত দেহ

নিউটাউনের ইকোপার্ক থানা এলাকার হাতিয়াড়াতে এক Civic Volunteer’র ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকে। কাঠগড়ায় শ্বশুরবাড়ি।
04:18 PM Feb 22, 2024 IST | Koushik Dey Sarkar
বাড়ি থেকে উদ্ধার civic volunteer’র ঝুলন্ত দেহ
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার(West Bengal State Government) যখন Civic Volunteer থেকে Village Police ও Green Police-দের বেতন ১ হাজার টাকা বাড়িয়ে দিচ্ছে, সেই সঙ্গে রাজ্য পুলিশে তাঁদের যোগদানের জন্য যখন দরজা আরও প্রশস্ত করে দিচ্ছে ঠিক তখনই নিজেকে শেষ করে দিলেন এক Civic Volunteer। এদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা(Kolkata) লাগোয়া নিউটাউনের ইকোপার্ক থানা(Eco Park Police Station) এলাকার হাতিয়াড়াতে এক Civic Volunteer’র ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকে। আত্মঘাতী Civic Volunteer’র নাম কৌশিক দেবনাথ। তাঁর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির মানসিক চাপে ও পরিবারকে গালিগালাজ করায় মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন কৌশিক। গোটা ঘটনার তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ। জানা গিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের(Bidhannagar City Police) লেকটাউন থানার ট্রাফিকে Civic Volunteer হিসাবে কর্মরত ছিলেন কৌশিক। ১ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল হাতিয়াড়া এলাকারই হেলা বটতলা এলাকায়।

Advertisement

এখন কৌশিকের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি করতে শুরু করেছিল তাঁর স্ত্রী। সেইসঙ্গে কৌশিককে দীর্ঘদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল তাঁর বাবা-মাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে। সেই দাবি মানতে পারেননি কৌশিক। এরপরই কৌশিক দেবনাথের স্ত্রী নিজের বাপেরবাড়িতে চলে যায়। কিন্তু নিয়মিত ফোন করে কৌশিকের ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল। পাশাপাশি, কৌশিকবাবুর মা-বাবাকেও ফোন করে গালিগালাজ করা শুরু করে তাঁর শ্বশুরবাড়ি। এই সব নিয়েই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন কৌশিক। শেষে গতকাল রাতেই নিয়ে নেন চরম সিদ্ধান্ত। রাতে গলায় ফাঁস দিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হন কৌশিক দেবনাথ। এদিন সকালে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে।

Advertisement

Advertisement
Tags :
Advertisement