OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

হোয়াটসঅ্যাপে যে যে নতুন আপডেট আসছে...

এবার থেকে স্ট্যাটাস অপশনে ‘প্রাইভেট ট্যাগ’ নামের নতুন সুবিধা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনি আপনার নিজের স্ট্যাটাসে নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাগ করতে পারবেন।
02:14 PM Apr 09, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে আমাদের নিত্যদিনের সাথী WhatsApp। বাড়তি রিচার্জ করে ম্যাসেজ পাঠানোর জামানা এখন শেষ। সবার হাতে এখন স্মার্টফোন। আর মুঠোফোন হাতে আসার পর থেকেই মানুষের এখন একমাত্র যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া। যার মধ্যে রয়েছে ফেসবক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। তবে বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ এটি। আর ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নতি করতে মেটা মালিক নিত্যদিন নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করছে এই জনপ্রিয় অ্যাপে। বর্তমানে হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি নানারকম স্ট্যাটাস দেওয়া যায়।

তবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আলাদা করে যেমন পোস্ট করা যায়, যেটা সারাজীবন প্রোফাইলে রয়ে যায়। কিন্তু WhatsApp-এ এই সুবিধা আপাততঃ নেই। তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজের মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যায়। এছাড়াও আপনি আপনার স্ট্যাটাস কাকে কাকে দেখাবেন, তা নির্ধারণেরও সুযোগ আছে আপনার। অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেন। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যে আরও একটি নতুন বৈশিষ্ট্য যোগ করল মেটা। এবার থেকে স্ট্যাটাস অপশনে ‘প্রাইভেট ট্যাগ’ নামের নতুন সুবিধা চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনি আপনার নিজের স্ট্যাটাসে নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাগ করতে পারবেন।

যার ফলে আপনার স্ট্যাটাসে নির্দিষ্ট ব্যক্তিকে ট্যাগ করার পর স্বয়ংক্রিয়ভাবে সেই স্ট্যাটাস প্রকাশের নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। ফলে কাজে ব্যস্ত থাকলেও তিনি সহজে স্ট্যাটাসটি দেখতে পেয়ে যাবেন। শুধু তাই নয়, স্ট্যাটাসে কোনো ব্যক্তির নাম ট্যাগ করা হলে অন্য কেউ তা দেখতে পারবেন না। জানিয়েছে ডব্লিউএবেটাইনফো। এছাড়াও WhatsApp আরেকটি বৈশিষ্ট্য যোগ করতে চলেছে। সেটা হল ফটো লাইব্রেরি। ফেসবুকের মতো সবাই এবার থেকে সবার ফটো লাইব্রেরি দেখতে পাবে WhatsApp-এর মাধ্যমে। যার জন্যে চ্যাটবারে একটি একটি নেভিগেট কি থাকবে, সেই বোতামটি দীর্ঘক্ষণ চেপে থাকলেই আপনি আপনার পছন্দের মানুষের ফটো লাইব্রেরি দেখতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যেই এই আপডেটটি সবাই পাবেন। তবে এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র IOS ফোন ব্যবহারকারীদের জন্যে উপলব্ধ।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, ইনস্টাগ্রাম স্টোরিজে অনুসরণকারীদের মেনশন করার আদলেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের প্রাইভেট ট্যাগ সুবিধা। স্ট্যাটাস পোস্ট করার সময় সহজেই নির্দিষ্ট ব্যক্তির নাম প্রাইভেট ট্যাগ হিসেবে নির্বাচন করা যাবে। বর্তমানে সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

Tags :
WhatsApp
Next Article