OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বাড়ি ভাঙার নোটিস পেলেন হেলে পড়া বহুতলের বাসিন্দারা

গার্ডেনরিচের পাহাড়পুর রোডের ওই বাড়িতে নোটিস পাঠিয়ে পুরনিগমের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়িটির বেআইনি এবং বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে।
04:08 PM Mar 23, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায়(Gardenreach Building Collapse Incident) বড় পদক্ষেপ করল কলকাতা পুরনিগম(KMC) কর্তৃপক্ষ। ঘটনার পরে পরেই চোখে পড়েছিল, ভেঙে পড়া বহুতলের পাশের একটি ৫টি তলা বাড়ি হেলে গিয়েছে একদিকে। বহুতল ভেঙে পড়ার অভিঘাতেই যে সেই ঘটনা ঘটেছে তা আর কারও বিঝতে অসুবিধা ছিল না। সেই ৫ তলা বাড়িই এবার ভেঙে ফেলার নোটিস(Notice for Demolition) দিল কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের ওই বাড়িতে নোটিস পাঠিয়ে পুরনিগমের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাড়িটির বেআইনি(Illegal Building) এবং বিপজ্জনক(Dangerous) অংশ ভেঙে ফেলতে হবে। পাহাড়পুর রোডের ওই বাড়িটির নম্বর ‘জে ৪৭৪’। বাড়ির মালিকের নাম রাজকুমার সিংহ।

গার্ডেনরিচের আজহার মোল্লা বাগানের নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়ার পরেই এই বাড়িটির ওপর নজর পড়ে সকলের। কেননা খালি চোখেই স্পষ্ট দেখা যায় বিপজ্জনক ভাবে হেলে পড়া বাড়িটি পাশের বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ছে। ওই বাড়ির চাপে ইতিমধ্যেই ভেঙে গিয়েছে পাশের বাড়ির দেওয়াল, জানলা এমনকি বারান্দার কার্নিশও। দু’টি বাড়ির মাথায় মাথা লেগে গিয়েছে বলেও দেখা গিয়েছিল ছবিতে। শনিবার সেই বাড়িতেই নোটিস গেল পুরনিগমের নোটিস। সেই নোটিসে বলে দেওয়া হয়েছে, বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে কিনা তা খতিয়ে দেখবেন কলকাতা পুরনিগমের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিক। থাকবে পুরনিগমের টিমও। আগামী ২৮ শে মার্চ হবে পরিদর্শন।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, নোটিস পাঠাবার আগে ওই বহুতলের বাসিন্দাদের শুনানিতে ডেকে পাঠিয়েছিল পুরনিগম কর্তৃপক্ষ। জারি হয়েছিল সেই সংক্রান্ত নোটিসও। কিন্তু সেই নোটিসে সাড়া দিয়ে কেউ হাজির হননি পুরনিগমে। ফলে এখন বাধ্য হয়েই আইনি পথে সেই বহুতল বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার পথে হাঁটতে চলেছে পুরনিগম কর্তৃপক্ষ। সূত্রে জানা গিয়েছে চতুর্থ তল এবং পঞ্চম তল সম্পূর্ণ ভাবেই ভেঙে ফেলে দেখা হবে, বাড়িটির বাকি অংশ বসবাস যোগ্য কিনা। যদি দেখা যায় তা বসবাসযোগ্য তাহলে শেষের ৩টি তল নাও ভাঙা হতে পারে। কিন্তু যদি দেখা যায় পুরো বাড়িটি বিপজ্জনক হয়ে গিয়েছে তাহলে পুরো বাড়িই ভেঙে ফেলা হবে।

Tags :
dangerousGardenreach Building Collapse IncidentIllegal BuildingKmcNotice for Demolition
Next Article