OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

২ দিন বাদেই ৪ দিনের জন্য বসছে রাজ্য বিধানসভার অধিবেশন

৪ দিনে বিধানসভায় আলোচনার মূল বিষয়বস্তু হবে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি। সেই সঙ্গে সংবিধান নিয়েও আলোচনা হবে।
03:36 PM Nov 22, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ঠিক ২ দিন বাদে আগামী ২৪ নভেম্বর থেকে বসতে চলেছে রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) সংক্ষিপ্ত অধিবেশন। ২৪ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৭ দিনের মেয়াদে মাত্র ৪ দিন বসবে বিধানসভার অধিবেশন। এই ৪ দিন হল ২৪, ২৮, ২৯ এবং ৩০ নভেম্বর। ২৫ ও ২৬ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার। তাই এই দুইদিন অধিবেশন বসবে না। আবার ২৭ তারিখ গুরু পূর্ণিমার ছুটি হওয়ায় অধিবেশন বসবে না। তাই ২৪ তারিখের অধিবেশনের পর আবার ২৮ তারিখ অধিবেশন বসবে বলে এদিন রাজ্য বিধানসভার সচিবালয়ের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, ২৮ তারিখ সংবিধান দিবস উপলক্ষে সংবিধান নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হবে। তবে রাজ্য বিধানসভার অধ্যক্ষ(Speaker) বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) এদিন জানিয়েছেন, এই ৪ দিনে বিধানসভায় আলোচনার মূল বিষয়বস্তু হবে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি(Increase in salaries of Ministers and MLAs)।

এদিকে বিধানসভায় অধিবেশন চালাকালীন সময়ে যাতে দলের বিধায়কেরা ঠিক মতন হাজিরা দেন এবং সভায় যোগ দেন তার জন্য কড়া পদক্ষেপের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এদিন অর্থাৎ বুধবার তৃণমূলের বিজনেস অ্যাডভাইসরির বৈঠক বসেছিল। সেই বৈঠক শেষেই জানিয়ে দেওয়া হয়, এবার থেকে দলের তরফে রাজ্য বিধানসভায় মন্ত্রী নন এমন দলীয় বিধায়কদের ক্ষেত্রে হাজিরার নতুন খাতা চালু করা হচ্ছে যা তাঁদের মানতেই হবে। সেই খাতা থাকবে মুখ্য সচেতক ও পরিষদীয় মন্ত্রীর ঘরে। দলের বিধায়কেরা রাজ্য বিধানসভায় আসা ও বেরনোর সময় তাতে লিখে রাখবেন। এই নিয়ম তৃণমূলের মন্ত্রী নন এমন সব বিধায়কদের মানতে হবে। না মানলে দল তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছুপা হবে না।   

এদিকে আগামী ২৮ তারিখ সংবিধান দিবস উপলক্ষে রাজ্য বিধানসভায় সংবিধান নিয়েই আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন এক সাংবাদিক বৈঠকে অধ্যক্ষ জানিয়েছেন, ‘সবাই মনে করছে সংবিধান লঙ্ঘিত হচ্ছে এখন। ইডি-সিবিআই নিয়ে নতুন করে আর কিছু বলব না। সেদিন সংবিধান নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। ২৯ তারিখ বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বিল পেশ করা হবে বিধানসভায়। তা নিয়েও আলোচনা হবে। ৩০ নভেম্বর মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে বিল আনা হবে বিধানসভায় এবং এ বিষয়ে আলোচনা হবে। তবে ৩০ তারিখের পরও বিধানসভার অধিবেশন চলবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বুধবার অর্থাৎ ২৯ নভেম্বর। বিজনেস অ্যাডভাইসরির বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সাংবাদিক বৈঠকে আরও কয়েকটি বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন অধ্যক্ষ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল বিজেপির বৈঠকে যোগ না দেওয়া প্রসঙ্গে। অধ্যক্ষ বলেন, ‘যাদের আসার আসবেন। না এলে আসবেন না। পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যানের কারণে না এলে কী করবো! বিধানসভার রেকর্ড তো বলছে ওই কমিটির চেয়ারম্যান বিজেপিরই সদস্য।’ সম্প্রতি রাজ্যপাল জানিয়েছেন, বিধানসভার কোনও বিল তাঁর কাছে আটকে নেই। এ প্রসঙ্গেও স্পিকারের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা অফিসিয়ালি জানিয়েছি ২২টি বিল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। আমার কাছে অফিসিয়াল কমিউনিকেশন নেই। রাজ্যপালের উচিত বিধানসভাকে জানানো। মনে হয় ওনাকে ভুল বোঝানো হয়েছে। ডিপার্টমেন্ট হয়তো সেই ভাবে বলছে না। তা না হলে, মনে হয় না রাজ্যপাল অত খারাপ মানুষ। রাজ্যপাল চাইলে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আমরা আলোচনা করব।’

Tags :
Biman banerjeeIncrease in salaries of Ministers and MLAsSpeakerTmcWest Bengal State Assembly
Next Article