OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গঙ্গাসাগরমুখী ভিড় সামলাতে রেলকে অনুরোধ রাজ্যের

রাজ্য সরকারের তরফ থেকে পূর্ব রেলকে অনুরোধ করা হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য যেন ৯ জানুয়ারি থেকে স্পেশাল ট্রেন চালানো হয়।
11:42 AM Jan 08, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সরকারি ভাবে এদিন অর্থাৎ ৮ জানুয়ারি থেকে চালু হচ্ছে গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela)। ঠিক তার এক সপ্তাহ বাদে ১৫ জানুয়ারি রয়েছে মকরসংক্রান্তি(Makar Sangkranti)। সেদিন ভোরেই লাখো পূণ্যার্থী সাগরসঙ্গমে ডুব দেবেন। যদিও প্রতিবছরের মতো এবারও মেলা শুরুর আগে থেকেই দেশের আনাচেকানাচে থেকে পূণ্যার্থী ও সাধুরা আসতে শুরু করে দিয়েছেন। এদিন সেই গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই আবহেই নবান্ন সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগরমুখী ভিড় ঠেকাতে রাজ্য সরকারের তরফ থেকে পূর্ব রেলকে(Eastern Railway) অনুরোধ করা হয়েছে গঙ্গাসাগর মেলার জন্য তাঁরা ১২ তারিখ থেকে যে স্পেশাল ট্রেন(Special Train) চালানোর সিদ্ধান্ত নিয়েছে তা যেন আগামিকাল অর্থাৎ ৯ জানুয়ারি থেকে শুরু করে ১৮ জানুয়ারি অবধি চালানো হয়। উল্লেখ্য, রেলের তরফে এই স্পেশাল ট্রেন ১২ তারিখ থেকে ১৭ তারিখ অবধি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখার বিষয় রাজ্যের অনুরোধ রেল রাখে কিনা।  

মকর সংক্রান্তিতে পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরমুখী হতে শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে ইতিমধ্যেই সাগরমেলার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠক সেরেছে রাজ্য প্রশাসন। এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সাগরে কার্যত পড়ে থেকে গোটা কর্মযজ্ঞের তদাকরি করছেন। রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের নির্বিঘ্নে পৌঁছে দিতে পদক্ষেপ নিয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। ১২ থেকে ১৭ জানুয়ারি শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে সরসারি নামখানা পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবা দেবে রেল। এই ক’দিন শিয়ালদা থেকে স্পেশাল ট্রেনগুলি ছাড়বে যথাক্রমে  সকাল ৬টা ১৫ মিনিট এবং দুপুর ২টো ৪০ মিনিটে। সেগুলি নামখানা পৌঁছবে যথাক্রমে সকাল ৮টা ৪৫ মিনিট এবং ৫টা ৩৩ মিনিটে। এই ৬ দিন কলকাতা স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় স্পেশাল ট্রেনটি ছেড়ে রাত ১টা ৫ মিনিটে নামখানা স্টেশন পৌঁছবে।

উল্টোদিকে, তীর্থ সেরে ফেরা যাত্রীদের নিয়ে নামখানা থেকে স্পেশাল ট্রেনগুলি এই ক’দিন সকাল ৯টা ১০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ছাড়বে। ট্রেনগুলি শিয়ালদা স্টেশনে ঢুকবে যথাক্রমে সকাল ১১টা ৩৫ মিনিট এবং রাত ৯টা ৩৫ মিনিটে। পাশাপাশি ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত এক গুচ্ছ ট্রেন চক্ররেলের রুটে সাগরের তীর্থযাত্রীদের নিয়ে নামখানা পর্যন্ত চলাচল করবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে মাঝেরহাট-বালিগঞ্জ হয়ে বিশেষ এই ট্রেনগুলি নামখানা পৌঁছবে। কলকাতা স্টেশন থেকে সকাল ৭টা ৩৫ মিনিটে ছেড়ে নামখানায় ঢুকবে ১১টা ৮ মিনিটে। ১১টা ১৮ মিনিটে নামখানা থেকে ছেড়ে দুপুর ১টা ৪৮ মিনিটে ঢুকবে শিয়ালদায়। আরও একটি ট্রেন দুপুর ১টা ৩২ মিনিটে নামখানা থেকে যাত্রা করবে। বিশেষ এই ট্রেনটি শিয়ালদায় পৌঁছবে বিকেল সওয়া ৪টেয়। উল্টোদিকে, শিয়ালদা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিট, দুপুর ৩টে ৫০ মিনিট এবং বিকেল ৪টে ২৪ মিনিটে। প্রথম ট্রেনটি কাকদ্বীপ স্টেশন পৌঁছবে ১টা ৫মিনিটে। দ্বিতীয় ট্রেনটি নামখানা স্টেশনে ঢুকবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। তৃতীয় ট্রেনটি ৫টা ৫৯ মিনিটে লক্ষ্মীকান্তপুর স্টেশনে যাত্রীদের নামাবে। প্রসঙ্গত, এই ট্রেনগুলি যাত্রীদের ‘গ্যালপ পরিষেবা’ দেবে। অর্থাৎ অধিকাংশ স্টেশনে না-থেমে দ্রুত ছুটবে গন্তব্যের উদ্দেশে।  

Tags :
eastern railwayGangasagar MelaMakar SangkrantiMamata BanerjeeSpecial Train
Next Article