For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

গোবরডাঙার নিকাশি প্রকল্পে ১৫৭ কোটি টাকা দিচ্ছে রাজ্য

গোবরডাঙা পুরসভায় জল জমার দুর্ভোগ মেটাতে রাজ্য সরকার দুটি পর্যায়ে মোট ১৫৭ কোটি টাকা দিচ্ছে। শুরু হয়ে গিয়েছে কাজের সমীক্ষাও।
05:41 PM Nov 07, 2023 IST | Koushik Dey Sarkar
গোবরডাঙার নিকাশি প্রকল্পে ১৫৭ কোটি টাকা দিচ্ছে রাজ্য
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: একদিকে যমুনা নদী(Yamuna River), আর অন্যদিকে কঙ্কনা বাঁওড়। ফি বছর বর্ষার জল যমুনা আর কঙ্কনা বাঁওড় উপচে ঢুকে পড়ে বাংলার City of Theater-এ। সেই সময় শহরের ১৭টি ওয়ার্ডেই জল জমে যায়। এমনকি কারও কারও বাড়ি বা দোকানের ভিতরেও জল ঢুকে যায়। সেই জল জমার দুর্ভোগ মেটাতে নিকাশি নালা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার(West Bengal State Government)। নজরে উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) প্রাচীন জনপদ গোবরডাঙা(Gobordanga)। সেই শহরের নিকাশি প্রকল্পের জন্য রাজ্য সরকার ১৫৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬৭.৫ কোটি টাকা বরাদ্দও হয়ে গিয়েছে। সমীক্ষা শেষ হলেই কাজ শুরু করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলেই দ্বিতীয় পর্যায়ের জন্য বাকি টাকা দিয়ে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

গোবরডাঙা পুরসভায় জল জমার দুর্ভোগ প্রতি বছরই সহ্য করতে হয় সেখানকার বাসিন্দাদের। প্রাচীন এই শহর শিক্ষা এবং সংস্কৃতিতে আজও উজ্জ্বল। কিন্তু জল নিকাশি সমস্যা যথেষ্টই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের কাছে। তাই সেখানকার নিকাশি ব্যবস্থাকে  ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। সেই কাজের জন্য সমীক্ষাও শুরু হয়েছে। সমীক্ষার কাজ করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিমের সদস্যরা। সমীক্ষা শেষ হলে ওয়ার্ডে নতুন পরিকল্পনা অনুযায়ী নিকাশি ব্যবস্থার পরিকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে। এই পুরসভা এলাকা বহু প্রাচীন হলেও, সেখানকার নিকাশি ব্যবস্থা বেহাল। বর্ষাকালে বৃষ্টি হলেই সেখানে অধিকাংশ ওয়ার্ডে জল জমে যায়। গোবরডাঙা পুরসভার ১৭টি ওয়ার্ডেই এই সমস্যা আছে। জমা জলের এই সমস্যা থেকে বাসিন্দাদের মুক্ত করতেই গোবরডাঙা পুরসভার পক্ষ থেকে বলা হয় রাজ্য সরকারের কাছে। সেই ডাকেই সাড়া দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

Advertisement
Tags :
Advertisement