OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কামরার ভিতরে মৃত যাত্রী নিয়ে ছুটল ট্রেন

04:35 PM Nov 08, 2023 IST | Ayantika Saha
Custardy: Google

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: তামিলনাড়ুর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ছুটে চলেছে। ট্রেন চলাকালীন কামরার ভিতরে মৃত্যু হয় এক যুবকের। সেই দেহ নিয়েই ৬০০ কিলোমিটার পথ ছুটে চলল ট্রেনটি।

মাদুরাই থেকে দিল্লির দিকে যাচ্ছিল ওই ট্রেনটি। সেখানে ছিলেন বছর ৩৬-এর রমজিৎ যাদব। উত্তরপ্রদেশের(UttarPradesh) বাসিন্দা তিনি। কর্মসূত্রে চেন্নাইতে থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে বাড়ি ফিরছিলেন। কিন্তু মাঝপথে যুবকটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাড়ির এক সদস্য়। রবিবার রাতে ট্রেনটি নাগপুরে পৌঁছানোর পর মৃত্যু হয় ওই ব্য়ক্তির।

অনেক চেষ্টা করেও মৃতদেহটি(Dead Body)  সরানোর কোনও ব্যবস্থা করা যায়নি। ওই মৃতদেহের সাথেই কামরার বাকি যাত্রীদের রাত কাটাতে হয়। এরপর সকাল হলেও, কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি রেলের(Indian Railway)  তরফে। যাত্রীরা এমনটাই অভিযোগ রেল(Rail) কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে(Tamilnadu Express)।

মৃতদেহটি ট্রেন থেকে সরানোর জন্য ওই যুবকের শ্যালক বারবার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোদ করেছিলেন। এমনকি, ওই কামরার বাকি যাত্রীরাও এই বিষয়ে রেল পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু, কোনও কিছুতেই কোনও লাভ হয়নি। মৃতদেহ ওই সাধারণ কামরা থেকে সরানোর ব্যবস্থা করা হয়নি রেল কতৃপক্ষের তরফে। তা নিয়েই ট্রেন এগিয়ে চলে গন্তব্য়ের দিকে। এরপর সকালে ট্রেন ভোপালে পৌঁছলে সেখানেও বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। অবশেষে ঝাঁসিতে গিয়ে দেহ সরানোর ব্য়বস্থা করে রেল। রেল পুলিশ কামরা থেকে মৃতদেহটি সরিয়ে নেয় এবং তা ময়নাতদন্তের জন্য পাঠায়। রেল কর্তৃপক্ষের দীর্ঘ সময়ের এই নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ যাত্রীরা।

Tags :
Dead bodyindian railwayRailTamilnadu Expressuttarpradesh
Next Article