For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

KIFF 2023: চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক, আসছেন অদিতি

৫ ডিসেম্বর সলমান, অনিল, সোনাক্ষীদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে চলচ্চিত্র উৎসব। প্রথম দেশ-বিদেশের ৩৯ টি ভাষার ছবি শহরে বসেই দেখতে পেলেন রাজ্যবাসী। এছাড়াও কিংবদন্তি পরিচালক মৃণাল সেন, অভিনেতা দেব আনন্দের একাধিক সুপারহিট ছবি এবার উৎসবে প্রদর্শিত হয়েছে।
01:35 PM Dec 12, 2023 IST | Sushmitaa
kiff 2023  চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক  আসছেন অদিতি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার সিনেমা যজ্ঞের শেষদিন। গত ৮ দিন ধরে চলা ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লোজিং সেরিমনি। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। উৎসবের ৮ দিনে জুড়েই সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের উপস্থিতি ঘিরে রীতিমতো মুখরিত হয়ে উঠেছিল নন্দন চত্বর। এই উৎসব কে ঘিরে যেমন গোটা রাজ্যবাসীর উত্তেজনা ছিল, তেমনি কলকাতা চলচ্চিত্র উৎসবকে ঘিরে প্রতিবছর দেশ-বিদেশরও নজর থাকে। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবার ২৩ টি ভ্যেনুতে ২১৯ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। আজ সকাল থেকেই বেনহুর, ডালি, ফলেন লাইভ, আউটহাউস, ইতালীয় ছবি কিডন্যাপার প্রদর্শিত হবে।

Advertisement

৫ ডিসেম্বর সলমান, অনিল, সোনাক্ষীদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে চলচ্চিত্র উৎসব। প্রথম দেশ-বিদেশের ৩৯ টি ভাষার ছবি শহরে বসেই দেখতে পেলেন রাজ্যবাসী। এছাড়াও কিংবদন্তি পরিচালক মৃণাল সেন, অভিনেতা দেব আনন্দের একাধিক সুপারহিট ছবি এবার উৎসবে প্রদর্শিত হয়েছে। রবীন্দ্র সদনে বিকেল ৫টায় শুরু হবে ক্লোজিং অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হাইদরি। এছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ টলিউডের সব বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন রবীন্দ্র সদন প্রাঙ্গণে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মনোনীত ছবিগুলিকে পুরস্কৃত করা হবে আজকের অনুষ্ঠানে। এছাড়াও রয়েল বেঙ্গল টাইগার পুরস্কারও প্রদান করা হবে। এদিকে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন টলিউডের বিশিষ্ট অভিনেত্রী নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, লাভলী মৈত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার-সহ টলিউডের বেশ কিছু নায়িকারা। সঞ্চালনার দায়িত্বে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Advertisement

যিনি উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পেলেও তা গ্রহণ করেননি, সেই জায়গায় এসেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। সেদিন পরমব্রত শহরে ছিলেন না তাই উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করতে পারেননি। তবে সমাপ্তি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। দর্শকরাও হই হই করে ছবি দেখেছেন এই সাতটা দিন। উৎসবে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ,সৌরভ শুক্লা, তিগমানশু ধুলিয়া, সুধীর মিশ্রা সহ বহু বিশিষ্টজনেরা।

সৌরভ শুক্লা ও মনোজ বাজপেয়ী চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাসে অংশ নিয়েছিলেন। এইসব অভিজ্ঞ অভিনেতাদের ক্লাসে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। এছাড়াও প্রতিদিনই উৎসবে বসেছিল বিভিন্ন বিষয় নিয়ে ‘সিনে আড্ডা ‘। বহু নামিদামি শিল্পীরা এই আড্ডায় বক্তা হয়েছিলেন। এবার উদ্বোধনীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাজির ছিলেন সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, সন্দীপ রায়, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী-সহ টলিউডের নামিদামী কলাকুশলীরা। এবার পালা আরও একটি বছরের। ৩০ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর কী কী নতুনত্ব আনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটাই দেখার পালা।

Advertisement
Tags :
Advertisement